আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের পাখীরা আজ.....

কত দিন পরে দেখা হল ....

একটা ম্যাগাজিন বের হবে .....গত পরশু একটা কঠিন রিকোয়েস্ট আসলো ,,বলেও ফেললাম আচ্ছা ঠাক আছে,,,,, কিন্তু পরক্ষনে নিজেকে আবিস্কার করলাম একজন সৃষ্টিহীন কবি হিসেবে .....বিপদে পড়ে গেলামমমমমমম। তাই অনেক কষ্ট করে নিচের লাইন কটি লিখলাম ,,জানিনা এটা কি হয়েছে... ভোরের পাখীরা আজ চারিদিকে পড়িছে ছড়িয়ে হিমেল হাওয়া কিবা ফাগুনের পাতা ঝরা দিনে। ডেকে যায় দিবানিশি সুললিত তার শিষ দিয়ে যদিও জড়ানো থাকে তার গায়ে জামা ফিনফিনে। নাহি ভাবি নিজেদের কথা.... গভীর জীবন বোধ অনেক সুদুর ভাষা বলে যায় অকপটে পায়ে বেঁধে স্বর্নালী লতা। যবে টুটি চেপে ধরে অনাহুত,অযাচিত সেনা ছুড়ে ফেলে ডাস্টবিনে মানবতা কিবা সুশাসন। অধিকার কেড়ে নিয়ে মুখে তোলে চেতনার ফেনা প্রেম প্রীতি স্নেহ মায়া সকলই সে ভাবে প্রহসন। ভোরের পাখিরা আজ জেগে ওঠো শপথের সাথে ঐক্যের ভীত গড়ে ,,সত্যের জয়গান গাও, তিমির কুয়াশা কেটে ঝলমলে সূর্যের প্রাতে বিপ্লবী হয়ে তুমি জনতার সামনে দাড়াও।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।