আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপলের বিরুদ্ধে দাম বাড়ানোর অভিযোগ

টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে ই-বুক দামের প্রশ্নে কঠিন নিয়ন্ত্রণ আরোপ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অ্যাপলের বিরুদ্ধে অবৈধভাবে ই-বুকের দাম বাড়ানোর অভিযোগ এসেছে।
যুক্তরাষ্ট্রে ই-বুক ব্যবসায় অ্যামাজন রয়েছে প্রথম সারিতে। ই-বুকের ৬৫ ভাগ বাজার অ্যামাজনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অ্যাপলের অবস্থান এক ডিজিটের মধ্যেই সীমাবদ্ধ।


ই-বুকের বাজার ধরতে পাঁচটি প্রকাশনীর সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ এসেছে, অ্যামাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অ্যাপল ই-বুকের দাম বাড়ানোর চেষ্টা করছে। এতে ক্রেতাকে বই কিনতে বাড়তি খরচ বহন করতে হবে।
এ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে মামলা গড়ালো আদালত পর্যন্ত। সরকার এ নিয়ে যে পরিকল্পনা করছে তাতে অ্যাপল যে প্রকাশনাগুলোর সঙ্গে চুক্তি করে বইয়ের দাম বাড়িয়েছে সে চুক্তি বাতিল করা হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.