আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপলের নতুন থ্রিজি আইফোন।

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

মোবাইল ফোন আমরা কেন ব্যবহার করে থাকি? জবাবে বেশিরভাগই বলবেন, ফোন করার জন্য। কিন্তু আর দিন কয়েকের মধ্যে হয়তো এই ফোন করার বিষয়টি একেবারেই গৌণ হয়ে পড়বে যদি নামকরা কোম্পানি অ্যাপলের নতুন থ্রি জি আইফোনের দিকে তাকান। একটা সময় ছিলো যখন আমাদের বাড়ির কম্পিউটারটির হার্ডডিস্কের ধারণ ক্ষমতা ছিলো ১৬ গিগাবাইট। আর অ্যাপলের নতুন আইফোনের ধারণ ক্ষমতা বাড়ানো যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত।

সাধারণত মোবাইল ফোনে কথা বলা ছাড়াও ছবি তোলা, ভিডিও করা, কিংবা গেমস খেলা এতটুকু পর্যন্তই আমাদের ব্যবহার৷ নতুন থ্রি জি আইফোনে এ ধরণের ৫০ হাজারেরও বেশি এ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে যার কথা হয়তো আমরা বেশিরভাগই শুনিনি। ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, জায়গাটি আপনার পরিচিত নয়, আপনার কাছে যদি থাকে থ্রিজি আইফোন তাহলে মোবাইলের স্ক্রিনের মধ্যেই ভেসে উঠবে আপনার বর্তমান জায়গাটির পুরো মানচিত্র। গাড়ির নেভিগেটরের মত এই মানচিত্র কেবল আপনার অবস্থানই বলে দেবে না আশপাশে রেস্তোঁরা কিংবা সিনেমাহল আছে কিনা তাও আপনাকে জানিয়ে দেবে। ফোনটি চুরি হয়ে গেছে, কোন সমস্যা নেই। আইফোন চুরি হলে বা হারিয়ে গেলে মালিক তার ফোনে মেসেজ পাঠানোর সুযোগ পাবেন৷ আর ফোনটি যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে অ্যালার্ম বাজতে থাকবে আইফোনটিতে।

একইসঙ্গে পাওয়া যাবে হারানো আইফোনটির লোকেশন ম্যাপ। মোবাইল ফোনে গেমস খেলা অনেকেরই প্রিয়। নতুন প্রযুক্তির ফোনগুলোতে শত শত গেমস ডাউনলোড করার সুযোগ থাকে। অ্যাপলের থ্রি জি আইফোনে হাজার হাজার গেমস ডাউনলোড করতে পারবেন। তবে এসব কিছুর জন্য প্রয়োজন অ্যাপলের অপারেটিং সিস্টেম।

সেটি যদি আপনার আইফোনটিতে থাকে তাহলেই এসব সুবিধা আপনি পাবেন৷ গত ৮ই জুন নতুন আইফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় অ্যাপল৷ ঘোষণা দেওয়ার পরপরই এর ব্যাপক চাহিদা দেখা যায় বাজারে। ১৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন থ্রি জি পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ মার্কিন ডলারে। আর ক্ষমতা যদি বাড়িয়ে ৩২ গিগাবাইট চান তবে খরচ করতে হবে ২৯৯ মার্কিন ডলার। তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.