আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাপলের নতুন থ্রিজি আইফোন

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
মোবাইল ফোন আমরা কেন ব্যবহার করে থাকি? জবাবে বেশিরভাগই বলবেন, ফোন করার জন্য৷ কিন্তু আর দিন কয়েকের মধ্যে হয়তো এই ফোন করার বিষয়টি একেবারেই গৌণ হয়ে পড়বে৷ নামকরা কোম্পানি অ্যাপলের নতুন থ্রি জি আইফোনের দিকে যদি তাকান৷ একটা সময় ছিলো যখন আমাদের বাড়ির কম্পিউটারটির হার্ডডিস্কের ধারণ ক্ষমতা ছিলো ১৬ গিগাবাইট৷ আর অ্যাপলের নতুন আইফোনের ধারণ ক্ষমতা বাড়ানো যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত৷ সাধারণত মোবাইল ফোনে কথা বলা ছাড়াও ছবি তোলা, ভিডিও করা, কিংবা গেমস খেলা এতটুকু পর্যন্তই আমাদের ব্যবহার৷ নতুন থ্রি জি আইফোনে এ ধরণের ৫০ হাজারেরও বেশি এ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে যার কথা হয়তো আমরা বেশিরভাগই শুনিনি৷ ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, জায়গাটি আপনার পরিচিত নয়, আপনার কাছে যদি থাকে থ্রিজি আইফোন তাহলে মোবাইলের স্ক্রিনের মধ্যেই ভেসে উঠবে আপনার বর্তমান জায়গাটির পুরো মানচিত্র৷ গাড়ির নেভিগেটরের মত এই মানচিত্র কেবল আপনার অবস্থানই বলে দেবে না আশপাশে রেস্তোঁরা কিংবা সিনেমাহল আছে কিনা তাও আপনাকে জানিয়ে দেবে৷ ফোনটি চুরি হয়ে গেছে, কোন সমস্যা নেই৷ আইফোন চুরি হলে বা হারিয়ে গেলে মালিক তার ফোনে মেসেজ পাঠানোর সুযোগ পাবেন৷ আর ফোনটি যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে অ্যালার্ম বাজতে থাকবে আইফোনটিতে৷ একইসঙ্গে পাওয়া যাবে হারানো আইফোনটির লোকেশন ম্যাপ৷ মোবাইল ফোনে গেমস খেলা অনেকেরই প্রিয়৷ নতুন প্রযুক্তির ফোনগুলোতে শত শত গেমস ডাউনলোড করার সুযোগ থাকে৷ অ্যাপলের থ্রি জি আইফোনে হাজার হাজার গেমস ডাউনলোড করতে পারবেন৷ তবে এসব কিছুর জন্য প্রয়োজন অ্যাপলের অপারেটিং সিস্টেম৷ সেটি যদি আপনার আইফোনটিতে থাকে তাহলেই এসব সুবিধা আপনি পাবেন৷ গত ৮ই জুন নতুন আইফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় অ্যাপল৷ ঘোষণা দেওয়ার পরপরই এর ব্যাপক চাহিদা দেখা যায় বাজারে৷ ১৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন থ্রি জি পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ মার্কিন ডলারে৷ আর ক্ষমতা যদি বাড়িয়ে ৩২ গিগাবাইট চান তবে খরচ করতে হবে ২৯৯ মার্কিন ডলার৷ source: Deutsche Welle
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.