আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যের চোরাগলি (একদিন মায়াপুরী ভ্রমণ )-----------নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

সুখের গালে চিমটি দিয়ে ভালোবাসা শেখাবো তোমায় তুমি কিভাবে যাবে ? এখানে সীমিত পথ । আমার রোদ , বৃষ্টি আগলে রাখে মায়াপুরী । কিছুদূর এগুলেই নিশ্চিন্তের শয্যা ঠিক ওখানেই ঘুমুবে উপত্যকার ছায়ায় । তারপর , স্নান হবে আমার শিশিরে । ভেঁজাবো তোমার মাটি আলতো রোদে জড়াবো শরীর আবীর হয়ে । এই এখানেই এখন তোমার বসত - বাটি ---- প্রতি রাতে চাঁদের আলো রেশমী শাল পড়ে উষ্ণ উত্তাপের স্নিগ্ধতার গানে ঠোঁট নাড়াবে তখনও কি ভাবনায় আমি নেই ? অন্ধকার রহস্যের পাঁজরে জন্ম নেয় যদি তোমার শিশু , চলে যাবে ? অসম্ভব ! তুমি যে ভালোবাসায় আটকে গেছো গোপন চোখের চোরাবালিতে ল্যুভেন - লা - ন্যুউভ , বেলজিয়াম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।