আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিমের শেষ ১৫ জনে থাকবেন কারা। বিশ্লেষণ

এইটা আমার পারসোনাল ব্লগ, কারো ভাল না লাগেল দুঃখিত

আজই মনে হয় পাওয়া যাবে বাংলাদেশ ক্রিকেট টিমের শেষ ১৫ জনের নাম যাদের ভাগ্যে জুটবে দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট খেলান সুয়োগ। এই মুহুর্তে টিমে প্র্যাকটিস করছে ২৩ জন খেলোয়াড়। তার মধ্যে সবার সবচেয়ে বেশী চিন্তা মাশরাফি বিন মূর্তজা নামের বাঘটির জন্য । নানরকম চোটের কারনে তার দলে থাকা অনিশ্চিত, কিন্তু এই যোদ্ধাকে ছাড়া বাংলাদিশ টিম চিন্তা করা প্রায় অসম্ভব। বাংলাদেশ স্পিন-নির্ভর দল।

দলে বিশ্বমানের কয়েকজন স্পিনার রয়েছেন। ঘরের মাঠে এবার গ্রুপ পর্যায়ের ছয়টি ম্যাচেই স্পিনিং উইকেট বানাতে পারবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যাচ জিততে হবে তিনটি। সে হিসেবে, আমার মতে বাংলাদেশ তিনটি ম্যাচই জিততে সক্ষম। কোয়ার্টার ফাইনালে গেলে দেশের মাটিতে না হোক, এ উপমহাদেশেই খেলবে।

তাই সে সময় বাংলাদেশের স্পিনাররা দলের সাফল্যে নিয়ামক হতে পারেন। এখন টিমে যে ২৩ জন আছেন তারা হলেন: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, সাব্বির রহমান, অলক কাপালি। আপনাদের পছন্দের টিমটা কি? একটা সুন্দর বিশ্লেষণ এর লিংক দিলাম। পড়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে। রেফারেন্স লিংক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.