আমাদের কথা খুঁজে নিন

   

সার্চ করলেই ২৫ ডলারের ভিসা গিফট কার্ড



সার্চ করলেই ২৫ ডলারের ভিসা গিফট কার্ড কয়েক দিন আগে গুগলে সার্চ করার সময় ভাবছিলাম, কেন গুগলে সার্চ রেজাল্টের উপর ভোট দেয়ার কোন ব্যবস্থা নাই। প্রায়ই দেখা যায় গুগলে কোন সার্চ করলে উপরের দিকে কিছু ফালতু সাইচ আসে যেগুলোর আসলে কোন কনটেন্ট ভেল্যু নেই। স্রেফ সার্চ-ইঞ্চিন-অপটিমাইজিং এর কেরামতিতে এরা এত উপরের জায়গা দখল করেছে। এগুলোর উপর নেগেটিভ ভোট দেয়ার কোন ব্যবস্থা থাকলে দারুন হতো। ইউজারের ভোটে অসঙ্গত সাইটগুলোর স্থান নীচে চলে আসতো এবং ভালো সাইটগুলো উপরে উঠতো।

হঠাৎ করে ঠিক এই রকমেরই একটা সার্চ ইঞ্জিন পেয়ে গেলাম, যেটা অনেক ভালো সার্চ রেজাল্ট তো দেয়ই, সেই সাথে সার্চ করার জন্য পয়সাও দেয়। স্কোর.কম এমন একটা সার্চ ইঞ্জিন যেটাতে গুগল, ইয়াহু, এবং এমএসএন এর কম্বাইন্ড সার্চ রেজাল্ট রিফাইন করে দেখানো হয়। সার্চ রেজাল্টের প্রতিটি সাইটের নীচে আছে নেগেটিভ/পজেটিভ ভোট দেয়ার ব্যবস্থা। সেই সাথে কমেন্ট লেখার ব্যবস্থা। পর্যাপ্ত পরিমান ভোটে কোন সাইটের পজিশন পরিবর্তিত হয়ে যায়।

তাই সার্চের সাথে অসঙ্গত কোন সাইটের উপরের স্থান দখল করে থাকার কোন প্রশ্নই আসে না। সেই সাথে মুক্তি সার্চ রেজাল্টের মধ্যে বিরক্তিকর “স্পন্সরড লিংক” থেকেও। সবচেয়ে বড় কথা এরা সার্চ করার জন্য ইউজারকে পয়সাও দেয়। বিজ্ঞাপন থেকে এরা যে পয়সা কামাই করে তার একটা অংশ এরা ইউজারদের সাথে শেয়ার করে, তাদের ভাষায় - সাইট বিল্ডিংএ সাহায্য করার জন্য। ইউজারদের বিভিন্ন একটিভিটিস এর জন্য এরা বিভিন্ন ধরনের পয়েন্ট দেয়।

প্রতিটা সার্চের জন্য ১ পয়েন্ট, ভোটের জন্য ২ পয়েন্ট, কমেন্টের জন্য ৩ পয়েন্ট। মোট ৬৫০০ পয়েন্ট জমলে দেয়া হয় একটা ২৫ ডলারের ভিসা গিফট কার্ড। যেটা ক্রেডিট কার্ডের মতই স্বাধীনভাবে যেকোন জায়গায় খরচ করা যায়। সারা পৃথিবীর সবার জন্যই এটা উন্মুক্ত। বোনাস পয়েন্টঃ সাইন-আপ করলেই দেয়া হয় বোনাস ৫০ পয়েন্ট।

এছাড়াও সাইন-আপের সময় ইমেইলের এড্রেসবুকের সব কন্টাক্টকে ইনভাইট করার পারমিশন দিলে পাওয়া যাবে ২০০ পয়েন্ট, এবং স্কোর টুলবার ডাউনলোড করলে বোনাস আরো ১০০ পয়েন্ট। রেফারেল পয়েন্টঃ নিজের রেফরেন্সে অন্যকেউ জয়েন করলে তার পয়েন্টের ২৫% রেফরেল পয়েন্ট হিসেবে পাওয়া যাবে যা মোট পয়েন্টের সাথে যোগ হবে। প্রতিটা সার্চ থেকে সর্বোচ্চ পাওয়া যাবে ৪ পয়েন্ট। তাই পয়েন্ট কামানোর সবচেয়ে ভালো বুদ্ধি হলো একটা সার্চ করে কোন একটা ভোট অথবা কমেন্ট করে আরেকটা সার্চ করা। একদিনে ব্যাক্তিগত ভাবে সার্বোচ্চ পাওয়া যাবে ৫০০ পয়েন্ট।

তার মানে ডেইলি ১২৫ টা সার্চ এবং ভোট/কমেন্ট করলে ১৩ দিনে ২৫ ডলারের একটা ভিসা কার্ড পাওয়া সম্ভব। আর কয়েকটা রেফারেল থাকলেতো কথাই নেই। তাহলে শুরু করেন এখান থেকে জয়েন করে সার্চ করা। দেখা যাক কতদিনে পান আপনার ভিসা গিফট কার্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.