আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের সার্চ রেজাল্ট চুরি করতে যেয়ে ধরা পড়লো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং



অনেকেই হয়তো অলরেডী জানেন খবরটা, আমি তবুও লিখছি আরেকবার। গুগলের চোর ধরার ফাঁদে এবার ধরা পড়েছে মাইক্রোসফট..... আপনারা গুগল ব্লগ ফলো করলে নিশ্চয়ই জানেন তারা প্রতি সপ্তাহে "this week in search" শিরোনামে তাদের সার্চ ইঞ্জিনের ইমপ্রুভমেন্টগুলি শেয়ার করে থাকে। তাদের সার্চের একটা উল্লেখযোগ্য ব্যাপার হল তারা আপনার সার্চ করা শব্দটার যদি বানান ভুল থাকে তাহলে সেই বানানটা ঠিক করে ঠিক বানানটার সার্চ রেজাল্ট শো করে। চুরির ঘটনাটা তারা বানান ঠিক করার স্ট্রাটেজির আন্ডারেই তারা প্রথম নোটিস করে ২০১০ এর সামারে (খুব কম সার্চ করা হয় এমন একটি ওয়ার্ড "torsorophy" এর রেজাল্ট থেকে)। "torsorophy" শব্দটা ভুল, এর সঠিক বানানটা হল "tarsorrhaphy", এর ব্যবহার ক্ষেত্র হল "rare surgical procedure on eyelids"।

তাই "torsorophy" লিখে সার্চ করলে গুগল এর সঠিক শব্দটার বিপরীতে যেই সার্চ রেজাল্ট হয় সেটা রিটার্ন করে, ভুল বানানটার সার্চ রেজাল্ট না। এখন যেকোন সার্চ ইঞ্জিন এই অ্যাপ্রোচটা গ্রহণ করতে পারে কিন্তু সমস্যা এখানে না। সমস্যাটা হয়ে যায় বিং এবং গুগল একই রেজাল্ট রিটার্ন করে কিন্তু বিং যে বানান ঠিক করা অবস্থার রেজাল্ট রিটার্ন করে সেটা ইনফর্ম করে না। তাহলে কিভাবে তারা এই অ্যাপ্রোচ (ভুল শব্দের সার্চ রেজাল্ট বানান ঠিক করে এরপরে দেখাও) ফলো করলো এটা নিয়ে সন্দেহে পড়ে যায় গুগল। সবঅপশন অ্যানালাইসিস করে তারা এই সিদ্ধান্তে আসে যে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর মাধ্যমে ব্যবহারকারীর ডাটা নিয়ে সেই ডাটাকে গুগলে সার্চ করে যেই রেজাল্ট আসে সেটাকে বসিয়ে দিচ্ছে...............অসামান্য সহজ একটি চুরি..... যেভাবে ধরা পড়লো: গুগল কিছু ফেক কি-ওয়ার্ড ঠিক করে প্রথমে।

এই ওয়ার্ডগুলি বিং সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখা হয়, গুগলে সার্চ করে দেখা হয় এবং উভয় সার্চ ইঞ্জিনেই সার্চ রেজাল্ট আসে শূন্য (অর্থাৎ কোন রেজাল্ট নাই)। এবার গুগল যেটা করে ম্যানুয়ালি ওই ওয়ার্ডগুলি'র রেজাল্টে পুরাই আগরতলা-চকি'র তলা টাইপের রেজাল্ট যোগ করে দেয়। এবার গুগল এবং বিংয়ে সার্চ করা হয় শব্দটা এবং বিংয়ে রেজাল্টটা পাওয়া যায় না কিন্তু গুগলে পাওয়া যায় (যেহেতু ম্যানুয়ালি এডিট করা) এবং................কিছুদিন পরে বিং মাম্মা গুগলের রেজাল্টটা চুরি করে তাদের সাইটে বসিয়ে দেয় ফলে গুগল ও বিং উভয় সাইটেই একই রেজাল্ট আসে নিচে কিছু প্রমাণ দেখেন: "delhipublicschool40 chdjob" শব্দের বিপরীতে গুগলের সার্চ রেজাল্ট: এর বিপরীতে বিং এর রেজাল্ট: "juegosdeben1ogrande" শব্দের বিপরীতে গুগলের সার্চ রেজাল্ট: এর বিপরীতে বিং এর রেজাল্ট: -কিছু বেতনভুক্ত মাইক্রোসফট চোর (মতান্তরে এমপ্লয়ী) এটাকে চুরি বলতে রাজী না ওদের প্রশ্ন করতে ইচ্ছা করছে যে ওরা কোন সিস্টেম বের করেছে যেটার কারণ গুগলের চোর ধরার ফাঁদে ইনসার্ট করা রেজাল্টটা বিং এর রেজাল্টেও আসে.......চোরদের নিয়ে একটা প্রশ্ন মনে পড়ে গেল: তুমি ওর কপি করছো? না স্যার, তাইলে ও যেই ভুলটা করেছে তুমিও ঐ ভুলটা করেছো কেন ****************** গুগলের অরিজিনাল ব্লগ পোস্টের লিংক: http://googleblog.blogspot.com/2011/02/microsofts-bing-uses-google-search.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।