আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সার্চ ইঞ্জিন : সার্চ করুন বাংলায়

I like build friendship with any person. আমরা বাংলাদেশী, আমরা বাংলায় কথা বলি এবং লিখি। আর সে কারণেই মাঝে মাঝে এমন সময় আসে যখন শুধু বাংলায় অনুসন্ধান করার প্রয়োজন হয়ে পড়ে। তখন দেখা যায়, কাঙ্ক্ষিত তথ্যটি সহজে মিলছে না। আবার মিললেও সেটি হচ্ছে ইংরেজি ভাষায়। বাংলায় কনটেম্লট খুঁজে পেতে অনেক ঝক্কি পোহাতে হয়।

এ পর্যন্ত যত সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে (গুগল, বিং, আসক ইত্যাদি) সবই ইংরেজি ভাষার কথার চিন্তা করে তৈরি করা হয়েছে। কারণটাও স্বাভাবিক। আন্তর্জাতিক ভাষা ইংরেজি। কিন্তু আমরা তো বাংলায় কথা বলি! আর তাই অনলাইনে এর ব্যবহারের উপযোগিতা বাড়ানোটা খুব জরুরি হয়ে পড়েছে। যতই দিন বাড়ছে বাংলা ভাষার গুরুত্বও ক্রমেই বাড়ছে।

যাহোক একটি বাংলা সার্চ ইঞ্জিনের কথা জানাতে চাই, যাকে গুগলের চেয়ে কোনো অংশে কম বলা যাবে না। নাম ওয়েব ডটবিডিপ্যাল (http://web.bdpal.com)| শুধু বাংলা ভাষার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই সার্চ ইঞ্জিনটি। আর এখানে অনুসন্ধান করতে হবে বাংলায় লিখে। সার্চবক্সে ফোনেটিক ফন্টে লিখলেই হবে। যেভাবে আপনি মুঠোফোনে মেসেজ লেখেন, সেভাবেই লিখবেন আপনি যা খুঁজছেন।

বক্সে তা বাংলায় দেখা যাবে। তারপর এন্টার বা নীল অংশটুকু ক্লিক করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত তথ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.