আমাদের কথা খুঁজে নিন

   

সব রকমের অনৈক্যের শিকল ভেঙ্গে ফেলতে হবে



বাংলাদেশের বেশীর ভাগ মানুষ অলস। কথাটা সত্যি। অল্প একটু লেখাপড়া করলেই বলে এই ছোটখাট কাজ কিভাবে করবো, আমারতো সম্মান যাবে। ক্ষেত-খামারে কাজ করে ছোটালোকের বাচ্চারা। আমি সেইসব কু-শিক্ষিতদের বলবো, আপনি ভাত, ডাল, মরিচ খাচ্ছেন সেটা আসে কোথা থেকে, পারবেন আজ থেকে শুধু টাকা খাইতে? নয়তো বই-পত্র।

লেখাপড়া করছেন আরো ভালো হইছে এখন কাজকর্মও করেন। কৃষক হন। আপনি লেখাপড়া করেছেন আপনার সম্মান আপনি পাবেনই। কাজকে ছোট করে দেখার কোনো অধিকার আপনাকে দেয়নাই কেউ। জনসচেনতার জন্যে কলম হাতে নিয়েছেন, খুবই ভালো কথা।

শুধু লিখে যাবেন ভালো ভালো কথা কিন্তু সেই কাজটা আবার আপনি নিজেই করবেন না সেটা কি ঠিক? একটা জাতি তখনই উন্নত হতে পারবে যখন তারা হতে পারবে পরিশ্রমি। ঘুমিয়ে ঘুমিয়ে থেকে উন্নতির স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনারা দলের অন্ধ ভক্ত হন কেনো? জবাব দেন। দলবাজি করলে দেশকে এগিয়ে নিবেন কিভাবে? বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একে অপরের ভাই ভাই। পাকিস্তানকে সাপোর্ট করে জামায়াত ইসলাম যে ভুল করেছিলো সেই একই ভুল আওয়ামীলীগ করতেছে ভারতের সব অন্যায়কে সমর্থন দিয়ে।

তবে কেনো আমরা আমজনতা তাদের কথায় নাচবো? পলিটিসিয়ানদের এইসব নাটক আপনি বুঝেন না? সুতরাং আসেন এইসব বাদ দিয়া কাজ করি। দেশটাকে গড়ে তুলি। আমরা সচেতন হইলে কেউ আমাদের ঠকাইতে পারবে না। পরিশ্রমি হতে হবে সবাইকে। সব রকমের অনৈক্যের শিকল ভেঙ্গে ফেলতে হবে।

তবেইনা দেখবো একটি উন্নত রাষ্ট্রের কাতারে বাংলাদেশকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।