আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটি প্রিয় পোষ্ট - লিখেছেন ''দেশী পোলা'' // বিএসএফরে থাপ্পড় মারতে চাইলে পকেটের পয়সা দিয়া থাপড়া, ব্লগে ব্লগে ভ্যাড়ভ্যাড়ানি স্টিকি কইরা লাভ নাই



বিএসএফরে থাপ্পড় মারতে চাইলে পকেটের পয়সা দিয়া থাপড়া, ব্লগে ব্লগে ভ্যাড়ভ্যাড়ানি স্টিকি কইরা লাভ নাই লিখেছেন - দেশী পোলা Click This Link মুখ খারাপ করতে ইচ্ছা করে না, তয় বাংগু ছাগুগো আবালীয়তা দেখ্তে দেখ্তে অটোমেটিক মুখ দিয়া গালি বাইর হইয়া যায়। ভারত কাটাতারে বর্ডার ঘিরছে যাতে মানুষ বেআইনীভাবে ক্রস করতে না পারে, এরপরেও যারা ক্রস করতাছে হেগোরে গুল্লি মারতাছে, তয় এতকিছুর পরেও ক্রস করস কিয়ের লাইগা। উত্তর হইলো পেট, পেটের ধান্ধায় মানুষ গতর বেচে, কিডনী বেচে, আর কাটাতার তো কোন ছাড়। তো পেটের ধান্ধায় একবার ক্রস কইরা দিল্লী গেছে ফেলানী, হেই বেডিরে আবার দেশে ফেরানোর দরকার কি? থাকতি দিল্লীতে মারোয়ারীগো বাড়িতে ঘুটা কুরাইতে, মরতে আইলো ক্যা তর বাপের দেশে? ইন্ডিয়াতে কি পোলার অভাব আছে? যেই মাটিতে তর নাড়ি পোতা, সেই মাটিরে অস্বীকার করবি কেমনে? তিন চারডা পাসপোর্ট লইয়াও যদি আমার মতো চান্দু দ্যাশের লাইগা তড়পায়, তাইলে ফেলানী আর অর বাপে তড়পাইবো না কেন?? তয় দেশে যদি যাবিই, বেড়া পার না হইলে চলতো না? না চলতো না, খরচা বেশি, বিএসএফ রে ঘুস দিতে গেলে আরও দশ বছর গতর খাটাইয়া চলতে হইতো, ফেলানী আবিয়াইত্যা রইতো, শেষমেষ গরীব বাপডার উপ্রে গজব পরতো মাইয়ারে বিয়া না দিলে। তাই গরীবের লাইগা মরণই সই।

তয় হে ছাগুবৃন্দ, তগো জিগাই। ফেলানী আর ফেলানীর বাপরে ভাদা কস না কেন? হালারা যহন জিন্দেগীর ঝুকি নিয়া ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়ানগো গু সাফ করতে, তরা তহন সীমান্তে খাড়াইয়া খাড়াইয়া কি গুপ্তকেশ ফালাইতেছিলি? ফেলানী আর ফেলানীর বাপের মতো বাকি কোটি কোটি বাঙালীর লাইগা চাকরী নোকরী বা নেহাত দেহবেবসার বন্দোবস্ত কি দাড়িপাল্লায় ভোট না দিলে হইবে না? কেন ফেলানীর মতো দেশের মাইয়ারা বিদেশে গিয়া কাম করে? কেন দুবাই দিল্লী করাচীতে বাংলাদেশের মানুষ অবৈধভাবে যায়? পেডের কষ্ট কি এত বেশী বাংলাদেশে? দূর্ভিক্ষে মরতাছে হগ্গলে? চাইরদিকে তাকাইলে তো দেহি হগ্গলেই মোডা মোডা, নিজামী, গোয়া, সাকা, মুজাহিদ, খালেদা, হাসিনা, আমু, মেনন.... কারে বাদ দিয়া কারে কই, সব পলিটিশিয়ান মোটকা। খালি এরশাদ চাচায় মাশাল্লা শুকনা আছে। ঢাকায় ভলভো গাড়ি চলে, এমনকি যার রিকন্ডিশন টয়োটা হেই বেডাও একটা ড্রাইভার রাখে পাচ হাজার টেকায়। সবার বাসায় কামের বেডি আছে, গার্মেন্টসে কোটি কোটি মানুষ কামাই দিতাছে, এমনকি দৌলতদিয়ায় হাজারখানেক মাইয়ামানুষ গতর বেইচাও রিজিক আয় করতাছে আল্লার দোয়ায়।

তো এই দ্যাশে রিজিকের অভাব না থাকলে ইন্ডিয়া যায় কেন ফেলানী? কিসের মোহে? আর ইন্ডিয়া যদি যাইবোই, ইন্ডিয়া দিয়া ফেরত আসে কেন? ইন্ডিয়া দিয়া কাউরে বাংলাদেশে আইতেই বা দেয় কেন? এইযে লাখ লাখ কোটি টেকা দিয়া শাহরুখ নাইচা গেল, কয়ডা ছাগু গিয়া স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করছে? কয়ডা ছাগুর বউ ফেলানী মরার পরে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান টিভি দেখা ছাড়ছে? কয়ডা ছাগু ইন্ডিয়ান ব্রান্ডের চাউল ইন্ডিয়ান গরু ঝোলে মিশাইয়া খাওয়া বন করছে? অগুলা ব্লগে ব্লগে ভাদা ট্যাগিং এ ব্যস্ত আইজকা সজল শর্মার একটা লেখা পড়লাম, মরণাপন্ন দাদুরে শশ্মানে শেষ দেখা দেখতে পারে নাই সজল, ফেলানীর মত বর্ডার ক্রস কইরা ভারতে যাওয়ার সময় দেরী হইয়া গেছিল। ভাগ্যভালো বিএসএফ এর গুল্লি মারার নিয়ম আছিলো না সেই কালে, তাইলে এইরকম চোখ ভিজানো লেখা পড়তে পারতাম না। এমন লেখা আরও আছে, আরব দেশে, ইটালী, স্পেন, গ্রীস, ইরাক, বাঙালী কোথায় নাই? তয় রিজিকের ধান্দায় যদি বিদেশে যাইতেই হয়, একটু ভালভাবে নিয়মমাফিক গেলে অসুবিধা কই? বাংলাদেশে মানুষ গিজগিজ করতেছে, ষোল কোটির দেশে পেটের ধান্ধায় বিদেশ যাওয়া ছাড়া উপায় নাই বুঝলাম। তয় কাটাতার গোলাগুলি বা মরুভুমি পাড়ি না দিয়াও যে যাওয়া যায় হেইডা কেউ বুঝতে চায় না। প্রতিবার দেশের কেউ না কেউ আমার সাথে বিদেশে আসার বায়না ধরে, বলে টাকা কোন ব্যাপার না, খালি পথ বাৎলায় দেন।

বিদেশে থাকার কষ্টটা কি, কি পরিমান গু সাফ কইরা বাঙালী টেকা কামায়, সেইডা তাদের লাইগা ইম্পর্টেন্ট না। এইগুলার বেশির ভাগই বেকার, দেশেও কেউ অগোরে দিয়া গু সাফ করাইবো না, বিদেশে তো দূরের কথা। সেই বাঙালী ফেলানী বিদেশে তো গেলোই, আবার ফেরৎ আসার সময় গুলিও খাইলো। তার লাইগা যারা আজ চক্ষের জলের কলতান ফেলাইতেছে হেগুলা ফেলানীর বাপরে জমি খাল কাটার লাইগা লইয়া গেছে, ফেলানীর বোনের গার্মেন্টসের চাকরী গার্মেন্টস পুড়াইয়া খাইয়া ফালাইছে, ফেলানীর মায়ের ছাগল জবেহ কইরা সিন্নি খাইছে ক্ষুদ্রঋণ নেয়ার অপরাধে, তাইলে এদের রিজিকের লাইগা বাকি থাকে কি? বিএসএফ এর কাম বিএসএফ করছে, অগোরে বন্দুক দিয়া গুল্লি মারতে কইছে, অরাও মারছে। অগো গুল্লি খাওয়ার দরকার কি? দেশের মানুষের লাইগা কামাইয়ের বেবস্থা দেশেই কর, ব্লগে ব্লগে ফেলানীর ছবি স্টিকি করলেও মানুষজনের বিদেশে যাওয়া বন্ধ হইবে না।

দাড়িপাল্লায় ভোট দিলেও হইবে না, ইসলামী বা মাওবাদী বিপ্লবেও কাম হইবে না। ভাত দে আগে হারামজাদা, নাইলে ইন্ডিয়া গিয়া ভাত যারা খায় অগো লইয়া তড়পানো বন্ধ কর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.