আমাদের কথা খুঁজে নিন

   

কালের কন্ঠের 'আমাদের বিশ্বকাপ দল' ও কিছু কথা

নো ওয়ান ক্যান মেক মি ফিল ইনফেরিওর উইদআউট মাই কনসেন্ট!

দৈনিক কালের কন্ঠে তাদের পছন্দের আমাদের বিশ্বকাপ দল প্রকাশিত হলো আজকে। দু-একটা খেলোয়াড় ছাড়া ১৫ জনের এই স্কোয়াডটি আমার বেশ পছন্দ হয়েছে। বলতে কি, আমার নিজের লেখা বিশ্বকাপে আমাদের ১৫ জনের সম্ভাব্য সেরা স্কোয়াডের সাথে দুইজন খেলোয়াড় ছাড়া হুবুহু একই স্কোয়াড। কিন্তু তারপরো কিছু সমালোচনা তো থাকতেই পারে। এছাড়া এই রিপোর্টটিতে সম্ভাব্য সেরা একাদশও প্রকাশ করা হয়েছে।

সেটা নিয়ে কিছু না বললেই নয়। আমার ১৫ জনের স্কোয়াডের সাথে প্রথম পার্থক্যটা হচ্ছে অলোক কাপালী। আমি নিয়েছিলাম নাইম ইসলামকে। খুব বেশী পার্থক্য নাই, সো আই ডোন্ট মাইন্ড; যদিও আমি এখনো পর্যন্ত নাইমকেই অগ্রাধিকার দেবো। দ্বিতীয় যে পার্থক্যটা আছে, সেটা নিয়ে আমি চরম সমালোচনা করতে চাই কালের কন্ঠের।

তারা পেস বোলার নাজমুল হোসেনকে নিয়েছে, যেখানে আমি নিয়েছি স্পিনার সোহরোয়ার্দি শুভকে। এখানেই আমার প্রচন্ড আপত্তি! ১৫ জনের স্কোয়াডে ৪জন পেস বোলার নেয়ার যৌক্তিকতা কোথায়? যেখানে উপমহাদেশের মাটিতে খেলাটা হচ্ছে এবার, তার উপর গ্রুপে আছে ইংল্যান্ড, দঃ আফ্রিকা, ওঃ ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মত টীম যারা কি না স্পিনে তুলনামূলকভাবে দূর্বল। শুধুমাত্র এক ভারত স্পিনে ভাল খেলে দেখে ৪ জন পেস বোলার নেয়ার যে যুক্তিটা কালের কন্ঠ দিচ্ছে, তা নিতান্তই ফালতু একটি যুক্তি। ১৫ জনের দলে ৩ জন পেস বোলারকেই নিতে হবে, এর বেশী নেওয়া যাবে না কোনমতেই। সুতরাং একজন অতিরিক্ত স্পিনারকে নিতে হবে, এবং সেক্ষেত্রে সোহরোয়ার্দি শুভ-র নামটাই এগিয়ে থাকবে! যাই হোক, জনস্রোত এখনো আশরাফুলের বিরুদ্ধে থাকলেও আমি কালের কন্ঠের সাথে এই একটা ব্যাপারে একমত - আশরাফুলকে এখনো প্রয়োজন আছে আমাদের।

তাকে সেরা একাদশে সুযোগ দেওয়া হবে কিনা, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ১৫ জনের স্কোয়াডে তাকে না রাখার যুক্তি আমি অন্তঃত খুঁজে পাচ্ছি না। এবার আসা যাক, কালের কণ্ঠের রিপোর্টের সেরা একাদশ নিয়ে; একদম খারাপ হয়নি সেটাঃ তামিম, কায়েস, নাফিস, আশরাফুল, সাকিব, মুশফিক, রিয়াদ, কাপালী, মাশরাফি, শফিউল, রাজ্জাক। ব্যাটিং অর্ডারে প্রয়োজন অনুযায়ী মুশফিক, রিয়াদ, কাপালীকে শিফট করা হবে। আমার কথা হচ্ছে, ভারতের বিপক্ষে এই দল ঠিক আছে।

ভারতীয়রা স্পিন খুব ভাল খেলে দেখে একজন অতিরিক্ত স্পিনার নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু অন্য দেশগুলোর সাথে খেলাগুলোতে এই একাদশটিকে আমি ঠিক পছন্দ করতে পারছি না। সাকিব থাকা সত্ত্বেও আরো দুজন অলরাউন্ডারকে (রিয়াদ, কাপালী) একসাথে খেলানোর চাইতে আরো একজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানোটা অনেক বেশী কার্যকর হবে। তাই ইংল্যান্ড ও অন্যান্য দলগুলোকে আমাদের মায়াবী স্পিন দ্বারা ঘায়েল করার জন্য রিয়াদ বা কাপালীর যেকোন একজনের পরিবর্তে শুভকে সেরা একাদশে ঠাঁই দিলে অনেক ভাল রেজাল্ট আসবে - এ আমার দৃঢ় বিশ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।