আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ্যবইয়ে সালাউদ্দিন-সাকিব

খেলাধুলায় বাংলাদেশের ঐতিহ্য একেবারে কম নয়। অনেক বিখ্যাত খেলোয়াড় আছেন যাদের অবদান ভুলবার নয়। অথচ বর্তমান প্রজন্মের অনেকেই তাদের খবর রাখেন না বা চেনেনই না। দীর্ঘদিন ধরে জাতীয় পাঠ্য পুস্তকে তাদের কৃতিত্বের কথা তুলে ধরার আহ্বান জানান হচ্ছিল। কিন্তু কেউ তা শোনেননি।

এবার শিক্ষা মন্ত্রণালয় তা গুরুত্ব দিয়েছে। আগামী বছর সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে পাঠ্য বইতে ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ঠাঁই পাচ্ছে। বইতে দেশের ফুটবলে জীবন্ত এ কিংবদন্তির সংক্ষিপ্ত জীবনী ও ফুটবল মাঠে তার কৃতিত্বের কথা তুলে ধরা হবে। এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেন, আমি গর্বিত যে ছেলেরা এখন বইতে আমার সম্পর্কে জানতে পারবে। জানা গেছে একই বইতে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম থাকছে।

পুস্তকে আওর গোল্ডেন বয়েস অ্যান্ড গার্লস অধ্যায়ের ওপরে মুশফিকুর রহিম এবং নাসির হোসেনের ম্যাচ জয় উদযাপনের ছবিও থাকছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পর্যায়ক্রমে তারা দেশের খ্যাতনামা ক্রীড়াবিদদের নাম পুস্তকে ঠাঁই দেবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।