আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাগে সবজি চাষের পদ্ধতি

ওলি

একথা প্রায় সবারই জানা যে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। ফিবছর বন্যায় ফসলহানি হলে, গরীব জনসাধারণের খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার চরমভাবাপন্নতা এবং বন্যার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশে যেখানে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, চাষযোগ্য জমির পরিমাণ সেখানে প্রতিনিয়ত কমছে। দ্রুত নগরায়ণ ও চাষাবাসের উপযোগী জমি হ্রাসে ভূমিকা রাখছে।

অব্যাহত জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের খাদ্য নিরাপত্তা দিনকে দিন হুমকির মুখে পড়ছে। বিশ্ব বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে দেশের বাজারে চালের দাম বেড়েছে। এর আগেও একবার চালের দাম আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকারকে বিশেষ ব্যবস্থায় গরীব জনসাধারণের জন্য চাল বিক্রির ব্যবস্থা করতে হয়েছিল। ভবিষ্যতে খাদ্যের এ ধরণের সংকট দীর্ঘতরও হতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে।

খাদ্যের বিকল্প উংস সন্ধানের সাথে সাথে চাষাবাসে নতুন ধরণের প্রযুক্তির ব্যবহার সংকট মোকাবেলায় সাহায্য করবে। যেসব জায়গায় কৃষি জমি অপ্রতুল, সেখানে ব্যাগে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। ড: শেখ তানবির নামে একজন কৃষিবিদ একটি সেমিনারে ব্যাগে সবজি চাষের বিভিন্ন দিক তুলে ধরেন। হাওর এলাকা যেখানে মানুষ বছরের একটা নির্দিষ্ট সময় পানিবন্দি থাকে, সেখানকার জনসাধারণ বসতভিটায় বা আঙ্গিনায় ব্যাগে সবজির চাষ করতে পারে। শহরের বস্তি এলাকায় কিংবা বাড়ির ছাদেও এ পদ্ধতিতে সবজি উংপাদন সম্ভব।

bag gardening and food security presentation বাংলাদেশে এ পদ্ধতি নতুন হলেও, দুনিয়ার বেশ কয়েকটি জায়গায় ব্যাগে সবজি চাষের পদ্ধতি সফল এবং জনপ্রিয় হয়েছে। এ পদ্ধতির বিশেষত্ব হচ্ছে পদ্ধতিতে ব্যবহৃত উপকরণ সস্তা এবং প্রক্রিয়াটি সহজ। জরূরি প্রয়োজনে বস্তা স্থানান্তরের মাধ্যমে সবজি চাষ অব্যাহত রাখা এ পদ্ধতিতে সম্ভব । display-bag garden সেমিনারের প্রধান অতিথি দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মান্নান পদ্ধতির সফল ব্যবহার এবং প্রচারের উপর গুরাত্বরোপ করেন। হাওরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ তথা জীবনমান উন্নয়নে সরকারী এবং বেসরকারী সংস্থার সমন্বিত উদ্যেগের উপর তিনি জোর দেন।

[সমকালে ওয়ার্কশপের সংবাদটি রিপোট আকারে ছাপা হয়েছে। আগ্রহীরা ক্লিক করূন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.