আমাদের কথা খুঁজে নিন

   

শ্রম আর সাম্য

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো

আমার অনেক পিছনের কথা মনে হয় ।

যার গল্প শুনেছি কেবল। দেখিনি। সেই গল্পগুলো এতটাই আক্রমনাত্মক ডে মাঝে মাঝে মনে হত আমি নিজেই কখনও রাশিয়া , কখনও জাপান, কখনও কিউবার প্রত্যন্ত অঞ্চলে আমি নিজেই যুদ্ধ করছি, এতটুকু ভাতের জন্য। এতটুকু সম্মান বা এতটুকু সামাজিক অধিকারের জন্য। সবচেয়ে লজ্জা লাগে, আমার কখনও মনেই হয় না, আমার বঙ্গ দেশেও শ্রম আর সাম্যের জন্য এত লড়াই করছে আমার স্বজাতিরা ।

আমি ওদের হয়ে লড়াই করার কথা চিন্তাই করি না। কারণ, নৈতিক বিচারে তথ্য যখন সবচেয়ে বড় শক্তি, আমি বা আমরা জানতেই পারি না , আমাদের এই সব যুদ্ধের তথ্যগুলো কেন আমাদের ড্রয়িংরুমে আসে না। । আমরা জানি না কিসের লক্ষ্যে , কার জন্য, কার লাভের জন্য আমাদের তথ্যশক্তিগুলো মুখ বুজে বসে থাকে। বার বার হট নউজ হচ্ছে শেয়ার বাজার, বার বার হট নিউজ হচ্ছে শোবিজ।

বার বার শুনতে হচ্ছে পচা রাজনীতির গন্ধযুক্ত গল্প। কিন্তু সেই শ্রম-সাম্য যুদ্ধের গল্পগুলো আর উঠে আসে না। বার বার বলতে ইচ্ছা হয় , নিজের দেশে যখন শিকলবনদী সভ্যতা, তখন কনসার্টের হাওয়ায় ওড়ে আর্তনাদের শেষ শব্দ। আমি বুঝি না , কেন এত জড়তা, নিজেদের অসাড়তা মুখ ফুটে বলতে। এক লাইনের কবিতা বলব ,, যদি কারও টাকা দিয়ে কেনা , সম্মানে আঘাত লাগে মাফ করে দেবেন ।

-- লাথি মারি তোর মুখে ,,, যে মুখ চেচাতে পারে না দুখে । ,, সুদীপ্ত , সাংহাই , ১২/১১/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।