আমাদের কথা খুঁজে নিন

   

শিশু শ্রম.....

আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......

আমার বাসের হেলপার বয়স তার আট নয় অবয়বে ফুটে উঠেছে যেন কোন কিছুতে নাই ভয় । জীর্ণশীর্ণ দেহখানায় হাড় ছাড়া কিছুই নাই একখানা হাত তার পুড়ে হয়েছে ছাই । শো শো করে যখন ছুটে চলে বাস "বলে চলে সে ওস্তাদ ডানে যান বামে যান ওই রিক্সা চাপা চাপা ওস্তাদ বেরেইক ।" একহাতে ধরে বাসের ডান্ডা ওস্তাদকে পথ দেখিয়ে নিয়ে যায় যতই হোক রোদ বৃষ্টি হীম শীতল ঠান্ডা । এক মুহুর্তে ভাবি বসে আমার সন্তানের কথা চোখের সামনে ভেসে উঠে নিজের সন্তানকে ভেবে ভেবে পাই বুকে ব্যথা । আমার সন্তানের বয়স এখন সাত এখনও সে নিজের হাত দিয়ে খায় না ভাত । এই বয়সে (হেলপার) সে যখন থাকবে মায়ের আদরে..মায়ের বুকে ঘুমাবে মাথা রেখে আরামে.... সেই বয়সে সে জীবিকা নির্বাহে নেমে পড়েছে ঝুঁকিপূর্ণ কামে । প্রতি পদেতেই রয়েছে তার জীবনের ঝুঁকি বিষয়টি মনের মধ্যে বারে বারে মারে উকি চলুন সবাই আজই আমরা শিশু শ্রম রুখি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.