আমাদের কথা খুঁজে নিন

   

দেড় মাসে রাজধানীর ৩ মন্দিরে চুরি: উদ্বিগ্ন পুলিশ!!কোপা!!কোপা!!

পুরাই ফাও.......

আমিনুর রহমান তাজ, ১২ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): গত দেড় মাসে রাজধানীর ৩টি মন্দিরে চুরির ঘটনা পুলিশকে ভাবিয়ে তুলেছে। এ ধরনের ধর্মীয় স্পর্শকাতর স্থানে চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। পুলিশের মতে, উপসনালয়ে চুরি রাজধানীর অপরাধ জগতে যোগ করেছে নতুন মাত্রা। গত দেড় মাসে নগরীর সবুজবাগের রাজারবাগ কালি মন্দির, সুত্রাপুরে জয়কালি মন্দির ও সর্বশেষ লালবাগের ঢাকেশ্বরী মন্দির থেকে স্বর্ণালঙ্কার, প্রণাম বাঙ্রে টাকা চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মন্দিরের সেবায়েত ও কমিটির সদস্যরা। এ ঘটনায় নগরীর অন্য মন্দিরগুলোতেও সৃষ্টি হয়েছে নিরাপত্তাহীনতা।

গত জানুয়ারি মাসে সবুজবাগের কালিমন্দির থেকে চুরি যায় স্বর্ণালঙ্কারসহ নগদ টাকাকড়ি। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা দায়ের করেন মন্দিরের সেবায়েত। পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করলেও চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ প্রতিবেদককে জানিয়েছেন, নিছক সন্দেহের ভিত্তিতেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা আদৌও জড়িত কিনা সেই ব্যাপারে তিনি সন্দিহান।

ওসি আসাদুজ্জামানের মতে, মন্দিরগুলোতে চুরির সাথে জড়িতরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তবে, এ চৌর্যবৃত্তির সঙ্গে মন্দিরের লোকজনের জড়িত থাকার সম্ভবনাও উড়িয়ে দেয়া যায় না। অন্যদিকে, জানুয়ারি মাসে সুত্রাপুরের জয়কালি মন্দিরে সামান্য পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় থানায় কোন মামলা করতে আগ্রহী হয়নি মন্দির কর্তৃপক্ষ। কিন্তু পুলিশ মামলা করতে বাধ্য করে কর্তৃপক্ষকে। এ ঘটনায় ওই মন্দিরের একজন স্টাফ জড়িত আছে বলে পুলিশের সন্দেহ।

কিন্তু মন্দির কর্তৃপক্ষের চাপেই সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, মন্দিরের কোথাও কিছু ভাঙ্গা পাওয়া যায়নি। আসবাবপত্রও তছনছ করা হয়নি। এ থেকে সহজেই অনুমান করা যায় এটা বহিরাগত কোন দুর্বৃত্তের কাজ নয়। মন্দিরের লোকজনই চুরির সাথে জড়িত বলে তার সন্দেহ।

ওসির মতে, সোনার দাম বেড়ে যাওয়ায় মন্দিরের লোকজন লোভের বশবর্তী হয়ে চুরি করছে। সমপ্রতি রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে প্রায় ২শ' ভরি স্বর্ণালঙ্কারসহ সোয়া কোটি টাকা চুরির ঘটনাটি নগরীর সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনায় মন্দিরের নিরাপত্তারক্ষী আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শীর্ষ নিউজ ডটকমকে জানান, ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রবেশপথসহ বিভিন্ন গেটে সর্বমোট ১১টি তালা লাগানো ছিল।

দুর্বত্তরা সব তালাই খুলে নিয়ে যায়। ঘটনার রাতে মন্দিরে ১১ জন স্টাফ ছিল। তাদের মধ্যে ৫ জন সেবায়েত। প্রধান সেবায়েত প্রদীপ মুখাজ্র্জী গত ১৫ দিন আগে ভারত গেছেন। তিনি ভারত যাওয়ার পরই ওই রহস্যজনক চুরির ঘটনা ঘটে।

ওসি আরো বলেন, সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে, দুর্বৃত্তরা মন্দিরের কলাপসিবল গেটের ১১টি তালা খুললেও গেট খোলার শব্দ মন্দিরে থাকা ১১ জন স্টাফের কেউই শুনতে পাননি। ওই ১১ জন স্টাফের মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ করেছে পুলিশ। সেই মোতাবেক প্রত্যেকের গ্রামের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবাইকে। এছাড়া, মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে এক হিন্দু ভক্ত দম্পত্তিকে আটক করা হয়েছে।

এদের সাথে মন্দিরের এক সেবায়েতের যোগাযোগ রয়েছে। পাশাপাশি এ চাঞ্চল্যকর চুরির ঘটনা তদন্ত করছে- ডিবি, সিআইডি ও র‌্যাবের ইন্টেলিজেন্স ইউনিট। (শীর্ষ নিউজ ডটকম/ এআরটি/ জেএ/ ০০:২০ ঘ.)pusssss.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।