আমাদের কথা খুঁজে নিন

   

সামু কি এনালগ নাকি ডিজিটাল?


মডারেটর অব সামহ্যোয়ার ইন ব্লগ, রেজিষ্ট্রেশনের পরে নোটিশ পেলাম যে আমাকে ০৭ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে। এবং এ সময়ের মধ্যে আমি কোন পোষ্টে কমেন্ট করতে পারব না। আবার আমার লেখাও প্রথম পাতায় আসবে না। ভাল কথা। সাত দিন খুব বেশি সময় না।

দেখতে দেখতে চলে যাবে। এবং চলেও গেল। সাতদিন ব্লগটাকে ভাল করে দেখে নেওয়ার সুযোগও পাওয়া গেল। কিন্তু সমস্যা হল আজ তিন (০৩) সপ্তাহ হয়ে গেল কিন্তু আমি এখনও ওয়াচেই আছি। মডারেশনের কাটা নড়ার কোন নামগন্ধ নেই।

ওয়াচের পরে আবার আছে জেনারেল। তারপর সেইফ। আমার প্রশ্ন হল এভাবে ০৭ দিনের কথা বলে ২১ দিন পার করার কারণটা কি জানতে পারি? যদি ০৭ দিন হয়ে যায় ২১ দিন তাহলে এই নোটিশের কি গুরুত্ব থাকলো? আর এই ধরণের নোটিশের মানেই বা কী দাড়ালো? সামু কি এনালগ ব্লগ নাকি? সব সম্ভবের দেশ বাংলাদেশ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.