আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কোন ইসলামের অনুসারী জামাতেস্লাম নাকি আল্লাহ এর ইসলাম ?

"Dream is not what you see in sleep, It is the thing which does not let you sleep" ২০০৯ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল প্রায় ৫০,০০০ লোক প্রতিবছর ইসলাম ধর্মে ধর্মান্তারিত হয় হয় ২০০৭ বা ০৬ সালে এনবিসি খবরে বলা হয়েছিল আমেরিকায় প্রতিবছর প্রায় ২০, ০০০ লোক লোক প্রতিবছর ইসলাম ধর্মে ধর্মান্তারিত হয় হয় এবং ৯/১১ এর পরে এই সংখ্যা আরো বেরে যায়। পুরা বিশ্বে কতজন ইসলাম ধর্মে ধর্মান্তারিত হয় তার সঠিক পরিসংখ্যা জানা নেই তবে এই সংখ্যা ২০১৩ তে আরো বেরেছে । তবে এটাও ঠিক অনেকেই আবার ইসলাম ধর্ম ত্যাগও করে নাস্তিক বা অন্য ধর্মে ধর্মান্তারিত হয়েছেন এখন কথা হচ্ছে, এই যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদের বেশীর ভাগই কিন্তু নাস্তিক এবং অন্য ধর্মের ছিলেন, আল্লাহ হেদায়াত দিয়েছেন বলেই তারা ইসলাম গ্রহণ করেছে। তবে আপনার কি মনে হয় এরা এই জামাতিদের মত কিংবা আত্নঘাতী বোমা হামলা কারী কিংবা পাকিস্তান আফগানিস্তানের মুসলিমনাম ধারী জঙ্গিদের দেখে মুসলিম হয়েছেন ? না , বরং ইসলামের মধ্যে সত্যিকারের শান্তির ধর্ম দেখেই এসেছেন। আজকে বাংলাদেশে জামাত এবং বকধার্মিক গুলা যেভাবে নাস্তিক নিধনে নামতে চাইছে এতে কি ইসলাম উপকার হবে না ক্ষতি হবে ? যেই লোকটি হয়তো ভাবছিল ইসলামের সৌন্দর্জ্য দেখে ইসলাম গ্রহণ করার সে হয়তো এই সব ভন্ডদের আচরণ দেখে মুখ ফিরিয়ে নিবে।

একটা ঘটনা সবারই জানা আছে যে, নবী(স) মসজিদের ভিতর থাকাকালীন সময়ে নবী(সঃ) কষ্ট দেয়ার জন্য এক লোক মসজিদের ভিতরে দেয়ালে পেশাব করেছিল। সাহাবীরা রাগান্বিত হলেও নবী(স) বরং সেই পেশাব নিজেই ধুয়ে পরিষ্কার করে দিলেন এবং ঐ লোকটিকে কিছুই বলেননি। পরে সেই লোক নবী(সঃ) এর আচরনে অবাক এবং মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে এবং ক্ষমা চায়। এই হল নবী(সঃ) এর শিক্ষা। আপনি আজকে যেভাবে নাস্তিক জবাই করো, ধর্মোদ্রোহী জবাই কর স্লোগান দিচ্ছেম , তাদের বলি আপনি কোন ইসলামের অনুসারী জামাতেস্লাম নাকি আল্লাহ এর ইসলাম ? ইউটিউবে একবার সার্চ করে দেখুন কারা ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং কেন , এবং কেন কিছু লোক ইসলাম ত্যাগ করছে।

ইসলামকে কেউ কটাক্ষ করলে ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় জানুন। এইযে কয়দিন আগে নবী(সঃ) কে হেয় করে মুভি বানিয়েছিল এর প্রতিক্রিয়ায় অনেকেই মারামারি ভাংচুর করলেও ইংল্যান্ডের সত্যিকারের কিছু মুসলিম ভাই এর প্রতিক্রিয়ায় বিনামুল্যে কোরানের অনুবাদ গিফসট করেছে রাস্তায় রাস্তায় এবং নরওয়ের মুসলিম রা নবীর(সঃ) এর জীবনী লিফলেট আকারে বানিয়ে সাথে গোলাপ ফুল সবাইকে রাস্তায় রাস্তায় উপহার দিয়েছে। এভাবেই মানুষ ইসলামের প্রসার ঘটায় , কোন জবাই কিংবা দেশ ছাড়ার হুমকি দিয়ে না ধর্ম যার যার , রাষ্ট্র সবার , সকল ধর্মকে সম্মান দিতে শিখুন। [সংগৃহিত] ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.