আমাদের কথা খুঁজে নিন

   

সাতটি গুচ্ছ এবং আমার ভাললাগা

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

[এক] প্রেমের শবনম একতাল কাদামাটিকে মানবদেহে পরিণত করে এবং এ থেকে সমস্ত পৃথিবী হয় আন্দোলিত। সহস্র শলাকা বিদ্ধ করে আমাদের প্রাণসত্তার শিরা-উপশিরাগুলো; একটি বিন্দু পৃথিবীর ওপর পতিত হয় আর আমরা এর নামকরণ করি ‘হৃদপিন্ড’। [দুই] সহস্র সুষমা উদ্যানকে সুশোভিত করে তোলে: গোলাপের সৌগন্ধ, জলরাশির কলস্বর মৃদুকম্পস্বরে তটিনীর ওপর দিয়ে প্রবাহিত হয়ঃ কিন্তু কী ক’রে একজন ঠাহর করতে পারে এই আশ্চর্য অবর্ণনীয়কে? [তিন] বলো? কার পদযুগল যোগ্য এই উদ্যানে প্রবেশ করার জন্য? বলো? কার চক্ষুদ্বয় যোগ্য এই ঘনসবুজ সাইপ্রাসের পত্রাবলি এবং জুঁই-মল্লিকা পুষ্পরাজি দেখার জন্য? একটি অন্তরাত্মার পদযুগল এবং চক্ষুদ্বয় একেবারে ভেঙেচুরে গিয়েছে। [চার] আমার অন্তরাত্মা এখন উদ্যানে প্রবেশ করেছে, প্রসন্নচিত্তে এই উদ্যানের আনন্দ ও উল্লাস উপভোগ করছে কিন্তু একটা হেতু ভ্রƒকুটি করছে, আপত্তির ভঙ্গিতে হৃদয়ের অশোভন আচরণের জন্য। [পাঁচ] আমাকে পরিত্যাগ করো না, আমার হৃদয়ের নিভৃতে আত্মগোপন করো অপ্রকাশ্যের মতো, আমার মাথা আলিঙ্গন করো উষ্ণীষের মতো।

“আমি চলে আসবো এবং চলে যাবো আমার ইচ্ছে মতো”, তুমি একে বলবে, “হৃৎস্পন্দনের মতো দ্রুততর। ” তুমি আমাকে যথেচ্ছ ভর্ৎসনা করতে পারো কিন্তু প্রিয়তমা, কখনও আমাকে ফেলে চলে যেয়ো না যেন। [ছয়] আশার মদত বিচ্ছেদের রজ্জুতে বাঁধা, আকাঙক্ষার হাতগুলোও নির্মম নিষ্ঠুরতায় ভরা কিন্তু কখনও প্রেয়সী আশাভঙ্গ করো না। প্রতিশ্রুতিবদ্ধ হৃদয়ের জন্য সবকিছুই সম্ভবপর। [সাত] কেন? বলো? দুঃখগুলো হৃদয়টাকে এরকম আবর্তিত করে? কেনইবা বিষাদময় এবং শীতল আত্মাকে আকর্ষণ করে? প্রেমার্ত আত্মার কাছে এটা যেন একটি বিশাল সমুদ্র, তরঙ্গময়-হর্ম্য-প্রাসাদের সুউচ্চ গম্বুজের মতো শুধু ঘুরপাক খায়।

মূল ফারসি থেকে তরজমা : সোহম্ রাম্জ্


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।