আমাদের কথা খুঁজে নিন

   

সাতটি অণুকাব্য

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ১.জীবনখানি ফুলদানিতে ফুলের মতো একদিন ঝরে যাবো রুপ গন্ধময় এ জীবনখানি থাকবো কিছুক্ষণ আমি যখন ফুরাবে মোর সবি নিভে যাবে জীবন রবি। ২.নারী ও প্রশ্ন হে অহংকারী নারী আমি দেখতে চাই তোমার হ্নদপিন্ডখানি সেখানে কি ভালোবাসা নেই? হে স্বার্থপর নারী আমি দেখতে চাই তোমার অন্তরখানি সেখানে কি কোমলতা নেই? ৩.পাষানী তুমি কথা বলবে না, প্রিয়তমা মুছলাম আঁখি তোমার পানে চাইবো না চললাম আজি। কিছু বলবে না,থাক হ্নদয়হীনা নারী পর্বতের মতো তুমি নির্বাক পাষানী তুমি। ৪.বিষের বাণ ওগো অপ্সরী, কেনো তুমি তাকিয়ে আমার পানে; হ্নদয় ছিড়ে যায় বাঁকা চোখের বিষের বাণে ৫.ক্ষমা কর ক্ষমা কর হে প্রিয়ে তুমি যখন দুঃখ্‌খো দাও মোরে, ঝড় উঠে দূর্বার এ বুকে তখন পাগলের মতো যাই বকে। ৬.অপূর্ণ স্বাদ মাধবী রাতের প্রহর কেটে গেলো অনেকক্ষণ আধারে আধারে নিরব মধুর জটিল আয়োজন হাতের পাঁচটি আঙ্গুল উষ্ণ খুব চঞ্চল হ্নদয়ের সুগভীর অতৃপ্ত অপূর্ণ বাসনা নখরে নখরে ধংশন বিষাক্ত দেহখানা। ৭.জ্বলুক প্রাণ প্রাপ্তি নয় ত্যাগ নয় নয় কোন সুখ কিংবা দুঃখ্‌ দীনতা নয় হীনতা নয় নয় কোন দান প্রতিদান শুধু এক ঝলকে জ্বলুক দুটি হ্নদয়ের দুটি প্রাণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।