আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের থিম সংএর বাংলা অংশটুকুও গাইছে এক ইন্ডিয়ান। (পালাবো কোথায়, রাস্তা চাই)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বিশ্বকাপ শেষ হলেও থিম সং থাকে মানুষে মুখে মুখে। আয়োজক দেশ তো বটেই অংশগ্রহনকারী সমস্তদেশেই গানটি বেশ পরিচিত হয়ে যায়। গানের মান ভাল হলে সেটা সারা পৃথিবিতেই ছড়িয়ে যায়, যেমন শাকিরার ওয়াকা ওয়াকা। ২০১১ সালের ক্রকেট বিশ্বকাপের থিম সং করা হবে তিন ভাষায়, বাংলা, শ্রিলন্কান ও হিন্দিতে।

গানের সুর করেছে শন্কর মহাদেব। হিন্দি অংশের কন্ঠও দিয়েছেন তিনি। কিন্তু আজ এক খবর পড়ে নিয়মিত 'থ' খেয়ে গেলাম, খেই হারিয়ে ফেললাম। খবরটা হল, গানটির বাংলা অংশের কন্ঠও দিচ্ছেন এক ভারতি। তিনি হচ্ছেন কলকাতার 'রাঘব চট্টোপাধ্যয়'।

গানটির ইতিমধ্যে রেকর্ড ও হয়ে গিয়েছে। এখন শুধু ঐ গানের তালে তালে বাংলাদেশীদের নাচার বাকি। এমনটাই মনে করে ভারতবাসি। ঘটনার আরো বিস্তারিত কেহ জানলে আমাদের জানান প্লিজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.