আমাদের কথা খুঁজে নিন

   

একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে

মন বসে না পড়ার টেবিলে

আমি শুভ্র নামের এক ব্লগার আমার নোটিশবোর্ডে একটা সফটওয়্যার খুঁজে দেওয়ার জন্য গুতা দিয়েছিল গতকাল । এই জন্য সন্ধ্যা থেকে গুগল চষে ফেললাম whitesmoke writer সফটওয়্যারটার জন্য । কিন্তু প্রায় ঘন্টাখানেক গুতাগুতির পর যা পেলাম তা হল ট্রায়াল ভার্সন কিংবা ফেক ফাইল । কিন্তু ওইটা খুঁজতে গিয়ে দারুন একটা সাইটের সন্ধান পেলাম যাকে বলে ঝড়ে বক মরার মত অবস্থা । সবার আগে একটু বলে নেই whitesmoke writer সফটওয়্যারটার কাজ কি ? এই সফটওয়্যারটা ইংরেজী ঠিকমত লেখতে সাহায্য ।

গ্রামাটিক্যাল এরর , স্পেলিং মিসটেক, লেখার স্টাইল ঠিক আছে কিনা এইসব আর কি !! খুব কাজের এবং প্রুফরিডিং এর জন্য খুব নামকরা একটা সফটওয়্যার । দামও মাশাল্লাহ ৮০ ডলার । আমি এখন যে সাইটটার কথা বলব ওইটার কাজও অনেকটা এরকমই । উল্টো এই সাইটে এমন আরও কিছু স্পেশাল ফিচার আছে যা অন্য অনেক সফটওয়্যারেই নাই । সাইটটার নাম পেপার রেটার সাইটটা খুবই কাজে আসবে যারা নিয়মিত ইংরেজী লেখালেখি করেন , অফিসিয়াল কিছু লিখতে হয় কিংবা জিআরই জিম্যাট এর ইংলিশ নিয়ে যাদের মাথার চুল ছেড়ার দশা ।

ছবিতে দেখছেন use now for free বাটনে ক্লিক করলেই নতুন একটা পেজ আসবে । সেখানে আপনি আপনার ডকুমেন্টটি কপিপেস্ট করুন । রিসার্চ পেপার , শর্ট স্টোরী , মুভি রিভিউ , স্পিচ কিংবা কোন পারসোনাল ন্যারেটিভ অথবা যেকোন কিছু । লেখার টাইটেল , এডুকেশন লেভেল ও পেপার টাইপ লিখে get report এ ক্লিক মারুন । তাহলে পেয়ে যাবেন ডিটেইলড অ্যানালাইসিস ।

গ্র্যামাটিক্যাল সাজেশন , ভোকাবুলারী অ্যানালাইসিস ও আরও অনেক ফিচার । সাইটটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্লাগিয়ারিজম(plagiarism) ডিটেকশন । যারা শব্দটার সাথে পরিচিত না তাদের জন্য বলছি । প্লাগিয়ারিজম হল আরেকজনের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া । বিষয়টা যারা রিসার্চ পেপার লিখছেন তাদের জন্য খুবই ক্রিটিক্যাল ।

বিষয়টা চেক করার জন্য আইএমডিবির একটা রিভিউ কপিপেস্ট করলাম । ওরা প্লাগিয়ারিজম ডিটেক্ট করল আইএমডিবির লিংকসহ এবং অরিজিনালিটি রেট করল ১৬% । এছাড়াও আরও অনেক অপশন আছে যেগুলো সময় নিয়ে দেখলে লেখার মান সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা পাওয়া যায় । ভোকাবুলারী বিল্ডআপ করার জন্য সাইটেরই আরেকটা সেকশন আছে বেশ ভাল । http://www.paperrater.com/vocab_builder/index দেখতে পারেন ।

এখনি সাইটে একটা ঢু মেরে আসুন । যদি ভাল লাগে তবে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু এবার একটু মিষ্টি মুখ করেন । আইজকা আমার হেপি বাড্ডে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.