আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফি, আশরাফুল, আ. রাজ্জাক, সৈয়দ রাসেল, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, রুবেল হুসাইন, শাহাদাত হুসাইন বাংলাদেশী মেগা স্টার। (আনসোল্ড)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

গতকাল শাকিবকে কলকাতা কিনে নিলেও প্রিন্স হিটার ক্ষাত ক্রিকইনফোর গত কালের ভাষ্যমতে হিটের জন্য যার জন্ম 'তামিম ইকবাল'ও আনসোল্ড। আজ ২য় দফায় নিলামে উঠানো হয় মাশরাফি, আশরাফুল, আ. রাজ্জাক, শাহরিয়ার নাফিস, হুনায়েদ সিদ্দিকি, সৈয়দ রাসেল, মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, রাকিবুল, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, রুবেল হুসাইন, শাহাদাত হুসাইন বাংলাদেশী মেগা স্টারদের। সবাই আনসোল্ড। এই মুহুর্তে বাংলাদেশের মানুষ দুইভাগে বিভক্তঃ ১) সাকিব খেলুক।

কারণ সাকিবের উপর আস্থা আছে সে খেললে বিশ্বকে দেখিয়ে দিতে পারবে আমরাও খেলতে জানি। যেমনটা সে দেখিয়ে এসেছে ইংলিশ লিগের সব ফরমেটেই। ২) আরেক দল চাচ্ছেন, না, সাকিব না খেলে প্রমান করে দিক বাংলাদেশিরা টাকার জন্য বিক্রি হয় না। সার বিশ্ব থেকে অন্তত একজন খেলুয়ার আইপিএলে চান্স পেয়ে তাকে লাথ্যি মেরে দুরে ঠেলে দেয়ার ক্ষমতা শুধু টাইগারদের মাঝেই আছে। কিন্তু, আমার ইচ্ছে করছে আইপিএলের নিলাম অনুষ্ঠানে গিয়ে চিৎকার করে বলি, আমাদের মেয়ে ফেলানিকে হত্যা করা হয়েছে কোন অপরাধে??? গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে ছিল ফেলানী, পানি পানি বলে আধ ঘন্টা চিৎকার করলেও কেহ পানি নিয়ে এগিয়ে আসে নি।

(কোথায় দাড়িয়ে আছি আমরা?)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।