আমাদের কথা খুঁজে নিন

   

সাধারন মানূষ গোলআলু আর দলীয়রা লুলা কুত্তা।

সোনার হরিনের পেছনে ছুটছি। আজ আমাদের দেশ এক ক্রান্তি লগ্ন পার করছে। আজ শাহাবাগ রাজাকারদের ফাঁসি কামনা করে। আমরা আজ সবাই একই কাতারে সমবেত। আজ আমরা এক জাগ্রত জাতি সত্ত্বা এক।

যারা অন্যায়কে সমূলে উৎক্ষাতে ব্রত। দেশের ভাল বা মন্দ হোক আমরা সেটা বুঝিনা। সবাই নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যাকুল। কেউ ই ন্যায়ের কথা বলিনা। সবাই দলের জন্য গান রচনা করি।

ক্ষমতার মাথায় তেল দেই আর দূর্বলের মাথায় কাঠাল ভেঙ্গে খাই। ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা ক্যামপাস, রাজপথ, সব পথই দখল করে নেই কয়েক মুহুর্তে। অনলাইন, অফলাইন সব লাইনই এখন ন্যায় কথা বলে। এক সময় আবার ক্ষমতা পরিবর্তন হবে আর সব লাইনই তখন তাদের কথা বলবে। এই আমরা বাঙ্গালী।

গতকালের প্রথম আলোর সম্পাদকীয়তে পড়লাম ছাত্র রাজনীতির কলঙ্কময় বর্ণনা। তাতে নিজের উপর শুধু ঘুণা হলো যে আমিও এদেরই দলে। মানে আমি একজন ছাত্র। আমার জানা মতে আজ মানুষের মন মোটামুটি জাগ্রত। বেশির ভাগ মানুষ আজ ন্যায়ের কথা বলে।

কিন্তু গুটিকয়েক দলীয় কুত্তাদের ঘেউ ঘেউ সত্য কথা, ন্যায় কথা পড়ে যায় ঢাকা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.