আমাদের কথা খুঁজে নিন

   

আঘাত দেওয়া হয়েছে মর্মে, আনন্দ উদযাপনের সাথে থাকতে হবে সতর্ক

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! “যখন পুলিশ ধরতে যায় সাইদী সাহেব কে, তখন হটাৎ তারা দেখতে পায় সাইদী সাহেব কে ঘিরে ৪-৫ জন দাঁড়িয়ে আছে, ভয়ে তারা হটে যায়। তারপর আবার যখন দেখে কেউ নাই তখন ধরতে আসে”। কথাটা একজন ছাগু সগৌরবে বলে বেড়াচ্ছিল সে সময়। শিক্ষিত ছাগু! বুঝতে পারলাম কি পরিমান ভক্তি আছে তাদের এই মেশিন ম্যান খ্যাত যুদ্ধাপরাধীর প্রতি। সাইদী, ভন্ড কুলের শিরোমণি।

৭১ সালে তিনি আল বদর আল শামস কিছুই করতেন নাহ। ছিলেন নরমাল দেলু উরফে দেইল্লা। কিন্তু সেদিনকার সেই দেলু ৭১ এ ঘটায় সবচেয়ে ভংকর অপরাধগুলো। হত্যা, খুন অগ্নিসংযোগ ধর্ষন সাবলীল ভাবে করত এই পশুটা। সাইদীর অপরাধ গুলো দেখতে পারেন এইখানে গা শিউরে উঠবে।

সেই সাথে ধর্ম কে বিক্রি করে এতদিন এগিয়ে চলেছে জামায়াতের এই সাবেক আমির। ওয়াজ মাহফিল করে নিজেকে বিখ্যাত করার চেষ্টা করেন, জামায়াত শিবিরের সকল কর্মী ধর্মগুরুর মত মানে সাইদী কে। শোনা যায় এই যুদ্ধাপরাধীর বিচার রুখতে বিদেশী দালালরা যত অর্থ দিয়েছে অধিকাংশ এই সাইদীর জন্য। দুঃখের বিষয় কিছু সাধারন মানুষ ধর্মের দোহাই দিয়ে সাইদী কে ভাল মানুষ মনে করত। হয়ত ভুল ভেঙ্গেছে তাদের।

আজ এই ভয়ংকর অপরাধীকে মৃত্যু দন্ডে দন্ডিত করা হয়েছে। চারিদিকে মানুষ আনন্দ মিছিলে মেতে উঠেছে । কিন্তু ক্ষেপে গেছে জাশি কুকুরগুলো। ২৭ জন মারা গেছেন। ( সুত্রঃবাংলানিউজ) কারন একটাই মর্মে আঘাত লেগেছে জাশিদের।

জাশিরা আজ উঠে পড়ে লেগেছে। নিহতে সংখ্যা হয়ত বাড়তে পারে। রবিবার সোমবার হরতাল ডেকেছে ছাগুর বাচ্চা গুলান। সময় এসেছে সবাই কে সতর্ক হওয়ার। পুলিশ র‍্যাব বিডিআর মাঠে নেমেছে।

আমি বলছি নাহ সাধারন জনগন কে অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে, কিন্তু যেখানেই প্রয়োজন হয় সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করতে হবে এদের। কোন ভাবেই দেশের শান্তি যাতে বিঘ্নিত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওদের জানিয়ে দিতে হবে বাঙ্গালী জাতি শত্রুদের কি করে প্রতিহত করে। ওদের কে মনে করে দিতে একাত্তরের চেতনা এখনো জাজ্বল্যমান আমাদের মধ্যে। আসেন সবাই এই মন্ত্রে আবার চিৎকার করে উঠি, “ একাত্তরের বাংলায়, রাজাকারদের ঠাই নাই”।

“ মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.