আমাদের কথা খুঁজে নিন

   

আমরাও পারি

কাজ কম , কথা বেশি

পোস্ট টি প্রথম আলো থেকে সংকলিত । ৩ থেকে ৫ ডিসেম্বর খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (কুয়েট) তরুণ প্রকৌশলীদের নৈতিকতা বিষয়ে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সেরা ‘নৈতিক প্রকৌশলী’ নির্বাচিত হয়েছেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) তিন তরুণ। তাঁরা হলেন নাসিম রুশো, তানভীর হোসেন ও আবদুল্লাহ আল বাসিত। প্রতিযোগিতাটি ছিল শুধু ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসের (আইইইই) শিক্ষার্থীদের নিয়ে।

রুয়েট, কুয়েট ছাড়াও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রকৌশলীদের নৈতিকতা যাঁচাই করতে একটা গল্প বলে দেওয়া হয়েছিল: ‘জাতীয় প্রযুক্তি সংঘের সভাপতি কোনো এক বক্তৃতায় তাঁর অধীন কর্মীদের হেয় প্রতিপন্ন করে কটাক্ষ ভাষায় ভাষণ দিচ্ছিলেন। এতে শ্রোতারা প্রতিবাদ করে এবং তাঁকে ক্ষমা চাইতে বলে। ’ এই গল্পের নৈতিকতা বিচার পাওয়ার পয়েন্ট স্লাইডে তুলে ধরেন প্রতিযোগীরা। বিচারকদের রায়ে সেরা দল নির্বাচিত হয় রুয়েট।

................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।