আমাদের কথা খুঁজে নিন

   

আমরাও বাচঁতে চাই?



আমরাও বাচঁতে চাই? আমরাও বাঁতে চাই? জীবন নিয়ে, রক্তচুষা-পুজিঁবাদীদের মরণ-কামড় হতে; কিম্বা লোহ-কপাটের অন্ধকার কা‘রা প্রকাষ্ঠ হতে- প্রাণচঞ্চলতায়; মানবিক অধিকারে। অভিজাতের ভিলাষী জীবনের উপকরণ হতে, মুক্তি চাই? জীবনের প্রয়োজনে- মরণগর্তে জীবিকার অন্বেষন হতে। জন্মগত ভাবেই সামাজিক বৈষম্যের বিচার চাই? বিশ্ব আভিজাত্যের কাছে। অধীকার চাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার, এই গুণে ধরা, রাষ্ট্রের কাছে। ভাইয়ের বেকারত্ব, ক্ষুর্ধাত মা-বাবার আত্ম-চিৎকার অভাবী বোনের বস্ত্রহীন অনাবৃত্ত দেহ-দেখে যৌবন আজ জীবনের কাছে ঘৃনিত-ওষ্ঠাগত। ধর্মান্ধতা হতে মুক্তি চাই? মুক্ত চিন্তা অভিপ্রায়ে, যৌবনের জন্য ভালবাসা চাই? আমরাও বাচঁতে চাই; বাচাঁর অধিকার নিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।