আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ পোষ্ট, নির্লজ্জ পর্যবেক্ষণঃ ভুলো মন কাহাকে বলে! (Nasty মনে করলে nasty!)

আমি সবার চক্ষুষূল

আমার এক বন্ধু, ভীষণ ভুলো মনা! কি পরিমাণ ভুলো মনা ও তার একটি practical উদাহরণ দেই! ও টয়লেট সেরে আসার পর আমি গেছি টয়লেটে। গিয়ে দেখি যে low কমড এর পাশে (সাধারণত ডান পাশে) যে বদনার উপর পানির কল থাকে তাতে ওর হাত ঘড়িটা ঝুলছে! দৃশ্যটা দেখে মূল ঘটনা কি হয়ে ছিল সাথে সাথে বুঝে ফেললাম! ১। ও টয়লেটে ঢুকার সময়েই ভুল করে হাত ঘড়ি নিয়ে ধুকে পড়েছে। ২। ওর হাতে যে হাতঘড়ি আছে সেটাও ও ভুলে গিয়েছে।

এবং হাতঘড়ি সহই প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে গেছে!!! ৩। তখনও ওর মনে পড়েনি যে ও ঘড়ি পড়ে আছে! মনে পড়েছে তখন যখন ও প্রকৃতির ডাক শেষ করে সূচতে গিয়েছে! ৪। যেহেতু বাম হাতে ঘড়ি নিয়ে সূচা সমস্যা তাই ওকে বাধ্য হয়েই ঘড়িটি খুলতে হয়েছে! ৫। কিন্তু ঘড়িটি খুলে ও সামনে বেসিনের উপরের তাকে রাখতে পারেনি কারণ ওর পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না!! ৬। তাই বাধ্য হয়েই ও হাতের নাগালের কলের সাথেই ও ঘড়িটি ঝুলিয়েছে! ৭।

সব চেয়ে মজার ব্যাপার হল সুচা কর্ম সাধনের এই ৩০ সেকেন্ড এর মধ্যেই ও ঘড়ির কথা বেমালুম ভুলে গেছে!! যার ফলে শেষ পর্যন্ত আমি টয়লেটে গিয়ে ঘড়িটি পাই এবং ওকে অনেকক্ষণ পচিয়ে ঘড়িটি হস্তান্তর করি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।