আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জ সংশপ্তক

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

নায়লনের কাপড়ে লেগে যায় শ্লাঘার প্রাকৃতিক শ্লেষ। ওষ্ঠ আর অধর অবিশ্বাসী হয় বিশ্বাসের পারস্পরিক প্রতিক্রিয়ায়। শরীরের রসায়ন খুলে যায় নিষিদ্ধ আন্দোলনে, অন্তর্নিহিতে। সুবাসিত নিকোটিন তামাকে আগুনে পোড়ে, পোড়ায় তোমাকে। নীরব ঘাতক নির্নিমেষ চেয়ে দ্যাখে, ঘাতকিনী কেড়ে নেয় তার শিকার, মুখর জিঘাংসায়। সূর্যের উষ্ঞ আলিঙ্গন ভোলে ঘর্মাক্ত শরীর নিরোর বাঁশি বেজে যায়, মেঘলা দুপুরে -- কুহকিনীর মায়ায় নৌ-বিহারে -- এক নির্লজ্জ সংশপ্তক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।