আমাদের কথা খুঁজে নিন

   

'হুমকি'র তদন্ত

গেরিলা কথাবার্তা

সরকারের কর্তাব্যক্তিদের প্রতি সর্বসম্প্রতি বেশ 'হুমকি'র ঘটনা ঘটছে। আইনপ্রতিমন্ত্রীকে, এটর্নি জেনারেলকে ফোনের মাধ্যমে এবং সর্বসম্প্রতি চট্টগ্রাম কারাগার ও আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে জেএমবির নামে চিঠি দিয়ে। 'চিঠি'তে যেসব হুমকি দেয়া হয় তার উৎস বেশ তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেসব হুমকি বিটিসিএল ফোনে দেয়া হচ্ছে, তার উৎস সন্ধানের উপায় খুবই সহজ। এমনকি যে কোন সচেতন নাগরিকের হাতের মুঠোয় রয়ে গেছে।

মাননীয় এটর্নি জেনারেল সম্প্রতি এমন একটি ফোন নম্বর মিডিয়ার কাছে প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে, সামহোয়ারইনব্লগের একজন ব্লগার খবর প্রকাশের দিনই এই ফোনের মালিকের খবর সংগ্রহ করেছেন বিটিসিএল এর ওয়েবসাইটের মাধ্যমে । অভিযোগকৃত ৯৫৬২২০৩ নম্বরটির স্বত্তাধিকারীর ঠিকানা যেভাবে দেয়া আছে বিটিসিএল এর ওয়েবসাইটে, তা হল: phone no. 9562203, exchange: 2210, category: government, Name & Address: The Registrar, Suprime Court, Dhaka-1000, মানে, সুপ্রিম কোর্টের মাননীয় রেজিস্ট্রার এই ফোনের সত্ত্বাধিকারী। এটা গুরুতর ব্যাপার দুটি কারণে। এক. যদি রেজিষ্ট্রার সাহেব নিজেই এই হুমকিতে জড়িত থাকেন, তাইলে খুবই ভয়ঙ্কর ব্যাপার।

দুই. যদি এটর্নি জেনারেল নিজ উদ্যোগেই এমন একটি ফোন এর ব্যাবহার করে পরিস্থিতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চান- তাহলে অপরাপর সব হুমকিগুলোও প্রশ্নের সম্মুখীন হয়। আজকের খবরে প্রকাশ: সর্বসম্প্রতি চিঠি দ্বারা 'হুমকির' তদন্তে নেমেছে পুলিশ। ভাল কথা। এটা বেশ তদন্তসাপেক্ষ ব্যাপার। আদালত ভবন ও কারাগার বেশ স্পর্শকাতরও।

কিন্তু এটর্নি জেনারেল এর জীবন তো এর চেয়ে কম স্পর্শকাতর নয়। এটির তদন্ত কি হবে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.