আমাদের কথা খুঁজে নিন

   

হুমকির জবাব সময়মতো: গয়েশ্বর

এ ধরনের হুমকির পরও শেখ সেলিমের সংসদ সদস্য পদে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “সংবিধানের কোন অনুচ্ছেদ লেখা আছে, মানুষের হাত-পা কেটে ফেলা যাবে?

“আমরা শেখ সেলিমের এ ধরনের বক্তব্যের নিন্দা জানাই। একই সঙ্গে আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এর সমুচিত জবাব সময়মতো আমরা দেব।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম রোববার তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বলেন, “এবার আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে।”

জাতীয় প্রেসক্লাবে জাতীয় মানবাধিকার পরিষদ ও জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত দুটি আলোচনা সভায় গয়েশ্বর প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা শেখ সেলিমের বক্তব্যের সমালোচনা করেন।

তিনি বলেন, “খুন-গুম হচ্ছে আওয়ামী লীগের বিশেষ গুণ। সংসদে দাঁড়িয়ে এই দলের নেতা  লতিফ সিদ্দিকী বলেছিলেন, যারা হরতাল-অবরোধ করবে, তাদের ঘর থেকে এনে হত্যা করা হবে।”

“প্রধানমন্ত্রী যদি নিজের ভালো বোঝেন, তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শেখ সেলিমকে তার বহিষ্কার করা উচিৎ।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.