আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ফোরাম – বাংলা ভাষায় মুক্ত আলোচনাঃ সমস্যা? অসুবিধা কি, বাংলা ফোরাম আছে না – সমস্যা আছে? তো সমাধানও আছে



সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। এটা আসলে আমার প্রথম পোষ্ট। প্রথম পোষ্টে আপনাদের জন্য আমার তৈরি করা একটি ফোরাম শেয়ার করছি। আশা করি ফোরামটি আপনাদের কাজে লাগবে।

ফোরামটির নাম “বাংলা ফোরাম”। ফোরামের বর্ণনা নিচে দেয়া হল। আমরা কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন ধরনের সমস্যাতে পড়ি। এ সব সমস্যা বড় হতে পারে আবার ছোটও হতে পারে। এ সব সমস্যা সমাধান করার মত যায়গা সাধারনত পাওয়া যায় না।

এ সময় হয় বসে থাকতে হয় না হলে সার্ভিসিং সেন্টারে গিয়ে পানির মত টাকা ঢালতে হয়। কিন্তু দেখা যায় বেশীর ভাগ সমস্যাই খুব সাধারন বা সমাধান খুব সহজ। কিন্তু না জানার কারনে বা কোন সাহায্যকারী না পাওয়ার কারনে এসব সমস্যা সমাধান করা যায় না। এরকম একটা উদাহরন দেই। কয়েক দিন আগে একজন আমাকে বলে তার মিডিয়া প্লেয়ার চলছে না।

পরে গিয়ে দেখি তার কম্পিউটারের ডেট কোন ভাবে ২০৯৯ করা আছে, শুধু এত টুকুর জন্যই তার মিডিয়া প্লেয়ার কাজ করছে না। বাংলা ফোরাম মূলত এসব ছোট-বড় সমস্যা সবার আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। আর সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। ফোরামের মুল বিষয় গুলো হল -> কম্পিউটার, মুঠোফোন, প্রোগ্রামিং, গ্রাফিক্স, গেম ইত্যাদি। যাদের অন্যকে আন্তরিক ভাবে সাহায্য করার ইচ্ছা আছে তারা যোগ দিতে পারেন।

বাংলা ফোরামের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সবাইকে সাহায্য করা। সবাই যেমন সব জানে না, আবার এমনও কেউ নেই যে কিছুই জানে না। এরকম হতে পারে যে একজনের একটা সমস্যা হয়েছে আপনিও সে সমস্যাতে পড়েছেন এবং নিজে নিজে বা কোন ভাবে সমাধান করেছেন। তাহলে আপনি তাকে সাহায্য করতে পারেন। আবার আপনি যখন কোন সমস্যাতে পড়বেন তখন অবশ্যই আপনাকেও অন্য কেউ সাহায্য করবে।

এখন আপনারা যোগ দিলে বাংলা ফোরামের লক্ষ বাস্তবায়ন হবে এবং এটি আরো উন্নত হতে পারবে। আর যদি আপনারা সহযোগীতা না করেন এগিয়ে না আসেন তাহলে এটি কোটি কোটি ওয়েব সাইটের ভিরে হয়তো হারিয়ে হয়ে যাবে। বাংলা ফোরামে নাম, পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে ইচ্ছে না হলে ফেসবুকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন। ফোরামে আলোচনা ছাড়াও সরাসরি চ্যাট করারও ব্যবস্থা আছে। এর ঠিকানা হল – banglaforum.motionsforum.com আর পোষ্ট শেষে একটি কথা – ফোরামটি ভাল লাগলে তা আপনি অন্যদের জানানোর চেষ্টা করবেন।

কারন প্রচারেই প্রসার। এখন যদি কেউ বাংলা ফোরাম সম্পর্কে নাই জানল তাহলে বাংলা ফোরাম তৈরি করে লাভ কি হল। আর ফোরামটি আপনাদের জন্যই। এখানে আমার কোন লাভ নেই এবং ক্ষতিও নেই। ফোরামটি কারও উপকারে লাগলে ফোরামের পিছনে ব্যায় করা আমার সময়, পরিশ্রম এবং মেধার মূল্যয়ন হবে।

আর কিছুই নয়। ধন্যবাদ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.