আমাদের কথা খুঁজে নিন

   

রাতজাগা সকল লুলদের জন্য বাংলা চলচ্চিত্রের কিছু গরম অশ্লীল গান

আজকের এই মশলাদার লুল গানের ভিডিও পোস্টটি যথাযত সম্মান প্রদর্শন করে ভালোবাসার উপহার স্বরূপ সামু ব্লগের 'লুলবাবা' ও 'রাজা ফুটকা ' খ্যাত লুলসম্রাট প্রিয় চেয়ারম্যান ০০৭ ও তাঁর আস্থাভাজন লুল মুরিদ ব্লগার 'বিরোধী দল' ও 'রিয়েল রিফাত' সহ সকল ভক্ত মুরিদদের উৎসর্গ করিলাম। নে বাবা নাক তেল দিয়ে ঘুমা ......... কিছুদিন আগে আমি ব্লগে বাংলা অশ্লীল ছায়াছবির একটি নেগেটিভ রিভিউ পোস্ট করেছিলাম। সেই পোস্ট পাওয়ার পর থেইকা আমার ব্লগার বন্ধু 'চেয়ারম্যান ০০৭' আমাকে প্রতিদিন সেই ছবিটি আপলোড করার জন্য অনুরোধ করে যাচ্ছিলেন । ছবিটি আপলোড না করলে আমার সম্পর্কে কু কথাবার্তা প্রচার করিবার হুমকিও দিয়েছিলেন। অবশেষে আমার সম্মান ও ইমেজ বাঁচানোর জন্য আজ আমি চেয়ারম্যান ০০৭ এর জন্য সেই ছবির লুল গানটি আপলোড করলাম।

গানটি হলো এইটা - স্বর্গ হতে এই জগতে - রুনা লায়লা ও এন্দ্রু কিশোর দেখছেন অসহায় নারীর অসহায়ত্ব নিয়ে কিভাবে 'কলা' খাওয়ানোর জন্য চেষ্টা করিতেছে লুল চেয়ারম্যান ......... ২) আমাদের প্রিয় ব্লগার লুলবাবা চেয়ারম্যান ০০৭ বর্তমানে বিদেশে থাকেন সেটা সবাই জানেন। কিন্তু কেন চেয়ারম্যান সাহেব বিদেশে পালিয়ে গেলেন সেটা কেউ জানেন না। আজ সেই গোপন কথাটা আমি আপনাদের চিত্রসহ বুঝিয়ে দিচ্ছি। ৯০ দশকের মাঝখানে আমাদের চেয়ারম্যান এক সুন্দরী যুবতির প্রেমে পড়েন। যাকে পটানোর জন্য চেয়ারম্যান কত কিছু করেছিল দেখেন নিজের চক্ষেই - ক) সে যে কেন এলো না - সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী এরপর চেয়ারম্যান ঐ যুবতীর আরও ২ বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেয় এবং একসময় তিনজনকে নিয়েই বেড়াতে যায় নির্জন একটা জায়গায় যার প্রমান নিচের চিত্রে দেখুন - খ) যাদুরে সোনারে আমাকে ভালোবাসা দে- সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা অবশেষে সেই তিননারী যখন চেয়ারম্যান এর কুমতলব বুঝতে পারলো তখন তারা চেয়ারম্যান এর মতো লুলদের অত্যাচার হতে বাঁচার জন্য অবশেষে অসহায় অবলা নারীরা বিদ্রোহ করে ঠিক এইভাবে - আর নেবোনা নেবোনা অন্যায় মেনে - সাবিনা ইয়াসমিন চেয়ারম্যান তাদের বিদ্রোহের কথা জানার পর অবশেষে গোপনে দেশ ত্যাগ করে আজ 'চেয়ারম্যান ০০৭' নিয়ে সবার সাথে বন্ধুত্ব করেছে ।

সবাই চেয়ারম্যান থেকে সাবধান থাকবেন । চেয়ারম্যান এর কাহিনীর পর এবার মুল পোস্টে আসি। দেখুন ৯০ দশকের হারিয়ে যাওয়া কিন্তু সুপারহিট ছবির গান - তুমি আমার প্রানে আগুন জ্বেলেছো - রুনা লায়লা (ডিস্কো ড্যান্সার) আমি এক ডিস্কো ড্যান্সার - মাকসুদ ভালোবাসা বুঝি এমনই হয় - রুনা লায়লা ও জোনাক তেল গেলে ফুরাইয়া - সৈয়দ আব্দুল হাদী বলোনা কোথায় ছিলে - বেবী নাজনীন ও এন্দ্রু কিশোর নকল মানুষ সেজে রে তুই - এন্দ্রু কিশোর আহা কি নেশা - জোনাক ও রুনা লায়লা আমার রাত কাটেনা - রুনা লায়লা ও এন্দ্রু কিশোর আমি দিওয়ানা প্রেম দিওয়ানা- এন্দ্রু কিশোর তুমি যদি ডাকো আমায় - খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন **** ডিস্কো ড্যান্সার, প্রেম দিওয়ানা, ত্যাগ, বেনাম বাদশা ও প্রেম প্রীতি ছবির গানগুলোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই RaDiO bg24 (বাংলা গান ও ছায়াছবির সেরা আর্কাইভ) পরিবারের সদস্য সোহেল রানা ভাইকে। ***  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.