আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলের যন্ত্রপাতি-সজ্জিত পাখি সৌদি আরবে শিকারির হাতে ধরা পড়েছে

আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ
সুত্রঃ Click This Link http://al-jazirah.com.sa/20110103/lp2d.htm গত ২৭ ডিসেম্বর সৌদি আরবের আল হায়েল এলাকায় একটি বিশালাকৃতির হিংস্র বিরল পাখি ধরা পড়ে। পাখিটি ঐ এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ণ ভবন এর উপর ও আশে পাশে ঘুরা ফেরা করছিল। ঐ এলাকায় ঐ রকম পাখি ইতি পুর্বে দেখা যায় নি। পাখিটি গত ২৭ তারিখ আল-হায়েলের একটি গ্রামের একা শিকারির বাড়ির পাশের উচু দেয়ালে বসে। ঐ শিকারি বলেনঃ "এত বড় , বিশাল্কৃতির পাখি ঐ এলাকায় কখনো দেখা যায়নি, দেখতে হিংস্র ঐ পাখিটিকে কোন শিকারিই শিকার করতে সাহস পাচ্চিল না।

কিন্তু আমি সেটাকে শিকার করেছি। " ধৃত পাখিতির গায়ে নানা রং্যের ক্যাবল সংবলিত একটি মেশিন ছিল। পিঠের মধ্যে ছিল এক্স৬৩ সাইন সংবলিত ট্যাগ। এক পায়ে ছিল ইসরাইল লেখা রিং, অপর পায়ে তেল-আবিব ইউনিভার্সিটির বিজ্ঞান গবেষণাগারের মার্কার সংবলিত রিং। খবরটি গতকাল ইসরাইল রেডিও সহ ৮৯,২০০ সংবাদ মাধ্যম প্রচার করেছে ।

ইসরাইল এ ব্যপারে কিছু বলতে রাজি হয় নি, শুধু জানিয়েচে এতি তাদের উচ্চ নিরাপত্তা পরিষদের সাথে সংশ্লিষ্ট তাই তারা কিছু বলতে পারছেনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.