আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র ৫.১.০.০ ভার্সনে যদি বিজয় লেআউট না আসে

প্রযুক্তি মানুষকে দ্রুতালয়ে নিয়ে যায় এক প্রস্তুত বিশ্বায়নের দিকে। ব্লগ তার একটি বিরাট বাহন

অভ্রর নতুন ৫.১.০.০ ভার্সন বাজারে ছেড়েছে। পোর্টেবল এডিশনও আছে এখানেই । সেটআপ দেওয়ার সময় ডিফল্ট হিসেবে বিজয় নাও আসতে পারে; কোন অসুবিধা নাই আপনি চাইলে বিজয় লেআউট সেটআপ করতে পারবেন সহজেই। বিজয় লেআউট ডাউন করার জন্য download -এ ক্লিক করুণ এই এপ্লিকেশনটি ৯৯.৯৯% কাজ করে মানে : যারা বিজয় থেকে অভ্রে এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের ইউনিবিজয়ে লিখতে সামান্য সমস্যা হতে পারে।

সে সমস্যা দুর করার জন্য এ ৯৯.৯৯% বিজয় লেআউট। এখানে ৯৯.৯৯% বলা হচ্ছে কারন এখানে মাত্র দুটি কী পরিবর্তন করা হয়েছে। যে কী গুলো সচরাচর ব্যবহার করা হয় না। এগুলো হল বিজয়ে “^” কী তে ছিল যুক্তাক্ষরের ব এবং ` ও ~ এর স্থলে ছিল যথাক্রমে ‘ ও “। এগুলোর যায়গাতে এ লেআউটে দেয়া হয়েছে “^” কীতে “ঃ” এবং ` ও ~ এর স্থলে যথাক্রমে ‌ৰ ও ৱ।

যুক্তাক্ষরের ব “্” দিয়ে তৈরি করা যায় এবং ‘ ও “ কী বোর্ডে দেয়া আছে। ডাউনলোডে ক্লি করার পর লেআউটটি ডাউনলোডে জন্য [I agree]- তে ক্লিক করতে হবে তার পরই Bijoy.avrolayout ফাইলটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড শেষে ফাইটি আপনার অভ্রর লেআউট ফোল্ডারে WindowsXP হলে C:\Documents and Settings\All Users\Application Data\Avro Keyboard\Keyboard Layouts Windows 7 হলে C:\ProgramData\Avro Keyboard\Keyboard Layouts পেস্ট করে রিষ্ট্রট করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.