আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র

লিনাক্স, উইনডোস, কবিতা

অভ্র কিবোর্ড কম্পিউটারে বাংলায় টাইপ করতে গিয়ে সমস্যায় পরেন নি এমন ইউজার বোধ করি খুব কমই আছেন। বিশেষ করে যারা নতুন বাংলা টাইপ শিখছেন তাদের তো প্রায় ছেড়ে দে মা কেদে বাচিঁ অবস্থা। ওপেন অফিস অর্গানাইজেসন, মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড প্যাড :- যে এডিটরের কথাই বলেন না কেন, প্রত্যেকটি এডিটরেই নির্বিঘ্নে, নিশ্চিন্তে বাংলা লিখার সফটাওয়্যারের নাম হচ্ছে অভ্র। প্রাথমিক অবস্হায় আমরা যেসব বাংলা টাইপিং সফটওয়্যার ব্যবহার করতাম সেগুলোর বেশীর ভাগের ফন্ট ইউনিকোড ভিত্তিক ছিল না। অভ্র কিবোর্ডের এরকম দুটি ইউনিকোড ফন্ট হচ্ছে সিয়াম রুপালি এবং সোলাইমান লিপি।

কোন ফন্টে ইউনিকোড সাপোর্ট থাকলে ঐ ফন্টকে যে কোন কম্পিউটার চিনতে পারে। এতে সুবিধাটা হচ্ছে আপনি এক কম্পিউটার থেকে বাংলা টাইপ করে অন্য কম্পিউটারে নিয়ে গেলেও লিখাটা দেখতে পাবেন। আগে বাংলাগুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে গেলে সব হারিয়ে যেত। সব হিজিবিজি হয়ে যেত। ইউনিকোড ফন্টে লিখলে এই সমস্যাটা হবে না।

অভ্র ইউনিকোড ৫ কম্পিটেবল। তাই অভ্র কিবোর্ড বাংলা লিখার জন্য যেসব ফন্ট আপনাকে দিচ্ছে তা সবই ইউনিকোড ভিত্তিক। এটা হচ্ছে প্রথম সুবিধা। এছাড়া যারা নতুন বাংলা টাইপ শিখছেন তারা চাইলে ফোনেটিক মুডে কাজ করতে পারবেন। সহজ কথায় ফোনেটিক মুড হচ্ছে আপনি বাংলাটাকে ইংরেজী বানানে লিখবেন আর তা অভ্র কিবোর্ড বাংলায় লিখে দিবে।

যেমন আপনি লিখলেন Amar অথচ এডিটরে লিখা হবে আমার। যারা প্রচুর চ্যাট করেন তাঁদের অনেকেরই এরকমভাবে ইংরেজীতে বাংলা লিখার অভ্যেস আছে। তাঁদের জন্য তো পোয়া বারো। এছাড়া আছে ক্লিক এন্ড টাইপ সুবিধা। মনিটরে একটি কিবোর্ড এর ছবি বা লেআউট দেয়া থাকবে আপনি সেখানে ক্লিক করে করে টাইপ করতে পারবেন।

তবে এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যারা এতদিন বিজয় বাংলা কিবোর্ড ব্যবহার করেছেন তারা বিজয় স্টাইলে টাইপ করতে পারেন অথবা মর্ডান স্টাইলে। মর্ডান স্টাইলে টাইপ করা সুবিধাজনক। মজার ব্যাপার হলো এই অভ্র দিয়ে আপনি উইন্ডোজের ফাইল ও ফোল্ডারের নামও বাংলায় লিখতে পারবেন। কিভাবে লিখতে হবে তা চমৎকারভাবে এর হেল্প ফাইলে বাংলায় বণর্ণা করা আছে।

ও আচ্ছা অভ্র এর হেল্প ফাইল একটা চমৎকার জিনিস। ঝরঝরে বাংলায় সাবলীল ভঙ্গীতে লিখা। হেল্প ফাইলটি পড়লে জানতে পারবেন অনেক কিছু ! অভ্র কিবোর্ডে আপনি বাংলা ও ইংরেজী উভয় মুডেই টাইপ করতে পারবেন। F12 ফাংশন কি চেপে এই মুড পরিবর্তন করা যায়। সবচেয়ে বড় যে সুবিধা তা হচ্ছে আপনি সম্পূর্ণ অভ্র কিবোর্ডকে আপনার মনের মত করে সাজাতে পারবেন।

এর কাস্টমাইজেশন অপসন এত বেশী যে একবার নিজের মত করে কাস্টমাইজ করে নিলে আপনার মনে হবে এটি আপনি নিজেই তৈরী করেছেন। সম্পূর্ণ সফটওয়্যারটিকে আয়ত্ব করতে আপনার আধা ঘন্টা সময়ও লাগবে না। আপনাকে বিনামূল্যে এই সফটওয়্যারটি ডাওনলোড করতে দিচ্ছে এর র্নিমাতা প্রতিষ্ঠান ওমিক্রণ ল্যাব। যারা সামহোয়্যার ইন এ নতুন ব্লগার এবং বাংলা টাইপ নিয়ে সমস্যায় আছেন তাদের কাছে এটি হতে পারে আর্শীবাদ স্বরুপ। এক নজরে অভ্র কিবোর্ড নাম: অভ্র ভার্সন: ৪.৫.১ টাইপ: ফ্রিওয়্যার সাইজ: ১০.৭ মেগাবাইট সর্বশেষ রিলিজ : ২ জুলাই লিংক: http://www.omicronlab.com/go.php?id=1


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.