আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। "... কিছুদিন আগে অফিসের কাজে বাংলা টাইপিং এর প্রয়োজন পড়লো, কেন্দ্রীয় ব্যাংক রিপোর্টিং এর কাজ। ভাবলাম অভ্র আছে, কোন সমস্যা নাই।

কিন্তু, অবিশ্বাস ভরে দেখলাম আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এখনো বিজয় ছাড়া কিছু বোঝেনা। বিজয় টাইপিং একটি সময়ভুখ ও শ্রমসাধ্য ব্যাপার, একেবারে একটি প্রতিষ্ঠানের সকল কর্মীর কাছে তা গ্রহণযোগ্য ও নয়। অথচ, অভ্র শিখন অত্যন্ত সহজ ও সরল এবং অফিস আদালতে ও শিক্ষা প্রতিষ্ঠানে শত ভাগ উপযোগী। দিন পাল্টেছে, সবকিছু, সবার জন্য যত সহজ হবে ততই সচ্ছতা, নির্ভুলতা বজায় রেখে কাজ করা যাবে। অফিস আদালতে সার্বজনীন ভাবে অভ্রের ব্যাবহার চালু করা এখন সময়ের দাবী।

আমি হলফ করে বলতে পারি, সর্বনিম্ন স্তর থেকে শুরু করে ওপর পর্যন্ত সবাই সাচ্ছন্দ্যের সাথেই অভ্র ব্যাবহার করতে পারবে। আশার কথা, নতুনেরা পুরনোর জায়গা নিচ্ছে, ঐ দিন আর বেশি দূরে নয় যখন সরকারি- বেসরকারি সকল পর্যায়ে যোগদানকারী নতুনেরা দুর্বোধ্যের দেয়াল ভেঙ্গে সহজের স্থান গড়ে দেবে প্রতিটি স্থানে। প্রয়োজন শুধু মাথার ওপর কিছু পুরনো হাত, যারা নতুনে বিশ্বাসী। যাদের মননে এখনো তারুন্য খেলা করে। যারা নিজেরাই তৈরি করতে চান, নতুনের কেতন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.