আমাদের কথা খুঁজে নিন

   

সিএমপি সদর দফতরে বিষধর শঙ্খিনী

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দফতরে ধরা পড়েছে বিষধর সাপ 'শঙ্খিনী'। গতকাল সন্ধ্যায় পুলিশ ব্যারাকের বাথরুম থেকে সাপটি ধরা হয়। পরবর্তীতে সাপটি চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সহকারী পুলিশ কমিশনার (সদর) মাহমুদা বেগম বলেন, সিএমপি কমিশনার ভবনের পেছনে ব্যারাকের বাথরুমে বিষধর সাপটি দেখতে পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ৬ ফুট লম্বা সাপটি ধরে নিয়ে যায় চিড়িয়াখানা কর্তৃপক্ক্ষ।

চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক ডা. মনজুর মোরশেদ চৌধুরী বলেন, 'শঙ্খিনী' সাপটি বিরল প্রজাতির পৃথিবীর অন্যতম বিষধর সাপের মধ্যে একটি। সাপটি কাউকে দংশন করলে তার মৃত্যু অনিবার্য। কারণ এ সাপের দংশনের চিকিৎসা এখনো উদ্ভাবন হয়নি। শঙ্খিনীর প্রধান খাদ্য হচ্ছে অন্যান্য প্রজাতির সাপ। তিনি জানান, কয়েক দিনের মধ্যে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।