আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসীদের তালিকা করছে সিএমপি

অবশেষে সন্ত্রাসীদের নতুন তালিকা তৈরি করতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এরমধ্যে পেশাদার খুনি, ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীর পাশাপাশি বোমা কারিগর, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টিকারী ও পুলিশের ওপর হামলাকারীদের আলাদা তালিকা করা হবে। তবে এবার তালিকায় সন্ত্রাসীদের গডফাদারদের নামও থাকবে বলে জানা গেছে। সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) বাবুল আকতার বলেন, 'সন্ত্রাসীদের পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী আলাদা তালিকা তৈরি করা হচ্ছে। এর ফলে পুলিশের জন্য কিছু অপরাধ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে।

এছাড়া বোমার কারিগর এবং বোমাবাজদেরও আলাদা তালিকা তৈরি করা হবে। '

সিএমপি সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী আলাদা তালিকা করা হচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি, ব্যাগ টানা পার্টি, ছিনতাইকারী, ছিঁচকে চোর, গ্রিল কাটা চোর, ডাকাতসহ অপরাধের ধরন অনুযায়ী আলাদাভাবে ডাটাবেজ করা হবে। প্রত্যেক অপরাধীর নাম তালিকাভুক্তির পাশাপাশি তাদের বিষয়ে পর্যাপ্ত তথ্যও থাকছে এ ডাটাবেজে। এছাড়া এক-দুই বছর ধরে যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদেরও আলাদাভাবে তালিকাভুক্ত করা হচ্ছে।

জানা যায়, গত এক বছরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বোমাবাজির অভিযোগে নগরীর ১৬টি থানায় ১০৫টি মামলা করেছে পুলিশ। মামলাগুলোর মধ্যে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ৬৫টি, বিএনপির ১১টি এবং জোটভুক্ত নেতাদের বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়। এসব মামলায় আসামি রয়েছে কমপক্ষে ১৪ হাজার নেতা-কর্মী। জানা যায়, ২০০৫ সালের সর্বশেষ সন্ত্রাসী তালিকা তৈরি করেছিল সিএমপি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে শীর্ষ সন্ত্রাসীদের ওই তালিকা হালনাগাদ করা হয়েছিল।

সিএমপি মাঝে সন্ত্রাসীদের তালিকা তৈরির একাধিক উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে সেটি থমকে যায়। ২০০৫ সালে করা সর্বশেষ তালিকায় মোট সন্ত্রাসী ছিল ৩৯৬ জন। এর মধ্যে ৭২ জন শীর্ষ সন্ত্রাসী। এই শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে কয়েকজন র‌্যাবের ক্রসফায়ারে মারা যান। ২০০৮ সালে তালিকা হালনাগাদের সময় ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী এবং যুবলীগ-ছাত্রলীগ পরিচয়ধারী নিষ্ক্রিয় হয়ে যাওয়া বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়।

২০০৮ সালে হালনাগাদের পর ৬২ শীর্ষ সন্ত্রাসীসহ মোট সন্ত্রাসীর সংখ্যা দাঁড়ায় ৩৬০ জনে। বর্তমানে নগর পুলিশের কাছে সন্ত্রাসীদের ওই হালনাগাদ তালিকাই একমাত্র ভরসা।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.