আমাদের কথা খুঁজে নিন

   

অতীতে উদ্ভাবিত কিছু অদ্ভুতূড়ে আবিষ্কার - ঈদ স্পেশাল পোস্ট !!

deceive, deceive me once again

▥ যাদের মাথায় টাক তাদের জন্য বিশেষভাবে এই ব্রাশটি তৈরি করা হয়েছিল - যা একই সাথে মাথার চুলহীন অংশ ঘষে মেজে চকচকে করে দিতো এবং যে অংশে চুল রয়েছে তা আঁচড়ে দিতো ! ▥ সহজে বাচ্চা বহন করার জন্য নির্মিত বিশেষ ধরনের একটি ব্যাগ। ছবির দম্পতি বাচ্চাকে ব্যাগটিতে রেখে স্কেটিং করছিলেন। ▥ চেইন স্মোকারদের জন্য তৈরী করা হয়েছিল এ সিগারেট হোল্ডারটি !! ▥ বৃষ্টি, তুষারপাত প্রভৃতি থেকে মুখমন্ডল বাঁচানোর কাজে ব্যবহৃত হতো এ ধরণের কভার। ▥ হেয়ার ড্রায়ার !! ▥ যেকোন বিষাক্ত গ্যাস যাতে ঘোড়াকে আঘাত করতে না পারে তার জন্য নির্মিত মুখোশ। ▥ বিছানায় শুয়েও যাতে নির্বিঘ্নে পিয়ানো বাজানো যায় তার জন্য এ বিশেষ ব্যবস্থা।

▥ পথে কোন দূর্ঘটনা ঘটলেও পথচারী যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য গাড়ীর সামনের দু’টি চাকার সাথে লাগানো হয়েছিল এক ধরণের জাল। ▥ এগুলো সাঁতার কাটার সময় ব্যবহৃত লাইফ জ্যাকেট। ▥ বিশেষভাবে নির্মিত রিভলবার ক্যামেরা। ট্রিগারে চাপ দিলে গুলি করার পাশাপাশি ছবিও উঠে যেতো। ▥ টুপিতে সংযুক্ত রেডিও ! ▥ শোয়াবস্থাতেও আরাম করে বই পড়ার জন্য তৈরী করা হয়েছিল বিশেষ ধরণের এই চশমা ! ▥ উভচর দ্বি-চক্রযান, যেটিতে স্থল ও জল দু’ জায়গাতেই চালানো যেত !! ▥ এক চাকার মোটরসাইকেল ! ▥ মোটর বিশিষ্ট সার্ফবোর্ড।

▥ বাচ্চাদেরকে হাঁটাচলা শেখানোর জন্য তৈরী করা হয় এ যন্ত্রটি। ▥ হ্যাংওভার কাঁটিয়ে ওঠার জন্য এ মাস্ক ব্যাবহার করা হতো। ▥ বিশেষ ধরণের এ যানবাহনটিতে চলাচলের পাশাপাশি সেলাই করার ও ব্যাবস্থা ছিল !! ▥ ছোট্ট একটি টেলিভিশন, যেটি চশমার মতো করে পরে দেখতে হতো। ▥ জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরী করা হয়েছিল এ বহনযোগ্য সেতুটি। ▥ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এ জ্যাকেটটির ভিতরে তাপ প্রবাহিত করা যেত।

মূলত শীতকালে পুলিশদেরকে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাতে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়। ▥ এবড়ো-থেবড়ো রাস্তায় চলনপোযোগী গাড়ীটির চাকা ভূখন্ডে সাবলীল ভাবে চলার জন্য ৬৫ ডিগ্রী পর্যন্ত বাঁকাতে পারতো !! সবার ঈদ অনেক অনেক আনন্দে কাঁটুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.