আমাদের কথা খুঁজে নিন

   

বেসুরো চিৎকার শুনছি বাধ্য হয়ে

আমার ল্যাজটা একদম সোজা

বাসার সামনের চিপা গলি দখল কইরা একটা মঞ্চ বানাইছে পাড়ার পোলাপান। সেই মঞ্চ দিয়া ওরা গান গিলাইতেছে পাড়ার সবাইরে। ওরা যে গান গাইতাছে সেই গান আমিও গাইতে পারমু। অগো লগে আমার পার্থক্য হইল আমি গানগুলা মুখুস্ত পারি না। বাসা সামনের রাস্তাডা এমনভাবে আটকাইছে বাইরে যাওয়া বা ভিতরে আসা যাইতেছে না। বাসায় একজন অসুস্থ রোগী আছে তার লইগ্‌গা বাইরে গেছিলাম যাওয়ার সময় একবার কইতে হইছে কই যাইতাছি। আর আসার সময় কম হইলে ১৪ জন জিজ্ঞাসা করছে কই যামু। এটুখানি রাস্তা দশ থেকে পনের সেকেন্ড লাগে পার হইতে। দুই জন দুইডা ধাক্কা দিয়া জিগাইছে অই মিয়া আপনে কই যান?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।