আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের কিছু অমোঘ সত্য

পকেটভর্তি টা্কা---শুধু হৃদয় এখনো ফাঁকা

জীবন কতোই না বিচিত্র। এমন সব ঘটনা ঘটে আমাদের জীবনে অনেক সময় যেগুলো চাইলেও এড়ানো সম্ভব হয়না। এগুলা ঘটবেই। ঘটতেই হবে। তেমনই কিছু "অমোঘ সত্য" আমি সম্প্রতি সংগ্রহ করেছি।

আপনারাও একবার চোখ বুলান ১। কোন কারণে যদি হাত থেকে মাখন মাখানো রুটিটি দামি কার্পেটের উপর পড়ে যায় তাহলে নিশ্চিত থাকুন, মাখন লাগানো পাশটিই নিচের দিকে থাকবে। ২। সহজে ভাঙ্গেনা এমন কোন জিনিস যদি হাত থেকে পড়ে যায় তবে তা অবশ্যই এমন কিছুর উপর পড়বে যা সেটিকে ভাঙ্গার মত যথেষ্ট শক্ত। ৩।

আপনি কিছু কোন একটা কাজ শুরু করবেন তো দেখবেন যে এমন আরেকটি কাজ বাকি রয়ে গেছে যা এর আগে শুরু করা উচিত ছিল। ৪। আপনি যদি কয়েকটি জিনিস একসাথে খুঁজতে শুরু করেন তাহলে মোটামুটি নিশ্চিত যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি আপনি পাবেন সবার শেষে। ৫। বোকা আর প্রতিভাবানের মধ্যে একটাই পার্থক্য সেটা হল প্রতিভাবানের প্রতিভার একটা সীমা থাকে।

৬। ক্রিকেট খেলুন বা গলফই খেলুন, সবচেয়ে বাজে শট গুলো আপনি তখনই খেলবেন যখন আপনি কাউকে ইম্প্রেস করতে চাইছেন। ৭। একাধিক বিষয়ে যদি একসাথে ঝামেলা বাঁধার সম্ভাবনা থাকে তাহলে জেনে রাখুন, সবগুলো ঝামেলা একসাথেই শুরু হবে। ৮।

আপনি যখন ট্র্যাফিক জ্যামে আটকা পড়েন, তখন অবশ্যই রাস্তার অন্য পাশে কোন জ্যাম থাকবেনা-পুরোটাই থাকবে ফাঁকা। ৯। সব কিছু যদি ঠিকঠাক চলছে বলে মনে হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি কিছু একটা মিস করে গেছেন। ১০। ব্যাঙ্কের লাইনে আপনার ঠিক সামনে দাঁড়ানো ব্যক্তিটিরই সবচেয়ে বেশি সময় লাগবে।

১১। প্রতিটি সমাধানই নতুন কোন সমস্যার সূত্রপাত ঘটায়। ১২। চুলের স্টাইল করতে গিয়ে আপনি যতোটা সময় কিংবা অর্থ ব্যয় করবেন, বাতাস ও ঠিক ততোটাই জোরে বইবে। ১৩।

কোন টেকি জিনিসপত্রে যখন সমস্যা দেখা দেয়, তখন instruction manual ঘেঁটে আপনি কিছু বের করতে না পারলেও অন্য কেউ ঠিকই পারবে। ১৪। প্রকৃতিতে কোন কিছুই পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। তাই যদি দেখা যায় সবকিছুই ঠিক আছে, তবে অবশ্যই কিছু একটা ঠিক নেই। ১৫।

কোন কিছু হারানোর পর আপনি যেইমাত্র এর বিকল্প কিছু যোগাড় করবেন ঠিক তখনি হারানো জিনিসটি খুঁজে পাবেন। ১৬। আপনি যতো কষ্ট বা পরিশ্রম করেই কোন একটা জিনিস কিনুন না কেন, কেনার ঠিক পরই জানতে পারবেন যে অন্য কোথাও একই জিনিস বিক্রি হচ্ছে আরো কম দামে। ১৭। যেদিন আপনি ছাতা নিতে ভুলে যাবেন, সেদিন বৃষ্টি হবেই।

১৮। যে লাইনে আপনি থাকবেন না সেটি একটু দ্রুতই সামনে আগাবে। ১৯। অনেকদিন পর আঙ্গুলের নখ কাটার ঘণ্টাখানেকের মধ্যেই আপনার তাদের প্রয়োজন হবে। ২০।

পড়ন্ত কোন বস্তু সবসময় এমন কোথাওই এসে পড়বে যাতে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়। ২১। আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ২২। ভুল এড়ানোর একমাত্র উপায় হল সিদ্ধান্তহীন থাকা।

২৩। আপনি হারানো কোন জিনিস সেই জায়গাতেই খুঁজে পাবেন যেখানে আপনি খুঁজবেন সবার শেষে। ২৪। প্রতিটা ছোট সমস্যার পেছনে একটা বড় সমস্যা লুকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না ছোট সমস্যাটির নিষ্পত্তি হচ্ছে। ২৫।

কোন একটা কঠিন কাজ পুরোপুরি শেষ করার পরপরই আপনি আরো সহজে কিভাবে কাজটি করা যেত তা জানতে পারবেন। ২৬। আপনি নতুন জুতোটি যেদিন প্রথম পরবেন সেদিনই সবাই আপনার পা মাড়াবে। ২৭। আপনি যদি কোন কাজ ঠিকমত হওয়ার ব্যাপারে ৫০ ভাগ নিশ্চিত থাকেন তাহলে জেনে রাখুন, ৭৫ ভাগ ক্ষেত্রে আপনার ধারণা ভুল প্রমাণিত হবে।

২৮। সুখী থাকার চাবিকাঠি একটাই। OK না থেকেও OK থাকা। ২৯। যখনি আপনি সুড়ঙ্গের শেষ মাথায় আলো দেখতে পাবেন তখনি সুড়ঙ্গটি বেঁকে যাবে।

আপাতত এইখানেই থামায়া দেই। বেশি বেশি সত্য কথা বলা নাকি আবার ভাল না। আর সবার প্রতি রইল নতুন বছরের অনেক শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.