আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ মাসেও ত্বকি হত্যার রহস্য উদ্ঘাটিত হয়

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের পাঁচ মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সন্ত্রাস নিমর্ূল ত্বকি মঞ্চ।

প্রসঙ্গত, ৬ মার্চ ত্বকি নিখোঁজ হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনীর একটি খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক পদসহ দল থেকে পদত্যাগকারী সাবেক এমপি এস এম আকরাম। তিনি তার বক্তব্যে বলেন, ত্বকি হত্যার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার তেমন কিছু করেনি। ফলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়নি। এখন মামলাটি র্যাবের কাছে যাওয়ার পর আশার আলো দেখা যাচ্ছে।

ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাবি্ব বলেন, ইতোমধ্যে লিটন নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে সে বলেছে, হাজী রিপনের বাড়িতে বসে ত্বকিকে গলাটিপে হত্যা করা হয়েছে। যাই হোক লিটনের জবানবন্দিতে যাদের নাম এসেছে তারা কারা সেটা বুঝতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.