আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জ দখলে নিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ দখলে নিলেন শামীম ওসমান। বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির বিরুদ্ধে গতকাল সকাল থেকে সাবেক এমপি শামীম ওসমান মহাসড়কের কাঁচপুর, সাইনবোর্ড ও বন্দরের মদনগঞ্জ দাবড়িয়ে বেড়ালেন। তার নির্দেশে সকাল থেকে মহাসড়ক ও জেলার বিভিন্ন স্থানে অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী অবস্থান নেয়। বিভিন্ন স্থানে তিনি গাড়ি থেকে নেমে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের দিক নির্দেশনা দেন। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাঁচপুর, ফতুল্লার পোস্ট অফিস ও বন্দরের মদনগঞ্জ এলাকায় তিনি কয়েকটি সভা করেন। সভায় তিনি বলেন, বিএনপি তালেবানদের মতো ভিডিও বার্তা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। খালেদা জিয়া এখন ওসামা বিন লাদেনী। এ অবস্থায় ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া বাংলাদেশ রক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তিরা ঘরে বসে থাকেনি। এদিকে, শামীম ওসমানের নির্দেশে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নেয়। কাঁচপুরে সকাল থেকে শামীম ওসমান সমর্থিত নূর হোসেনের কর্মীরা দিনব্যাপী সভা করে। বন্দরের মদনগঞ্জ এলাকায় হাজার হাজার নেতা-কর্মী মহাসড়কে অবস্থান নিয়ে শামীম ওসমানের পক্ষে স্লোগান দেয়। এসব স্থানে শামীম ওসমান মার্চ ফর ডেমোক্রেসির বিরুদ্ধে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা জানান, শামীম ওসমানের নির্দেশে সকাল থেকেই মহাসড়কগুলোতে অবস্থান নেয় নেতা-কর্মীরা। আমাদের প্রতি নির্দেশ রয়েছে প্রয়োজেনে মাসব্যাপী রাজপথে থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.