আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী পালিত

গতকাল ২২ শ্রাবণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম মৃত্যুবার্ষিকী। রাজধানীতে বিভিন্ন আয়োজনে পালন করা হয় বিশ্বকবির প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাইরে শিলাইদহ, শাহজাদপুর, পতিসর ও দক্ষিণডিহিতেও নানা কর্মসূচি নেওয়া হয়। বাংলাদেশ বেতার এবং সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করে। টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয় বিশেষ নাটক, সংগীতানুষ্ঠানসহ নানা ধরনের অনুষ্ঠানমালা। গত ৪ আগস্ট একক বক্তৃতানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেছে বাংলা একাডেমী। একাডেমীর আয়োজনে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত 'রবীন্দ্রনাথের গান : সংস্কৃতির চিন্ময় ফসল' শিরোনামের ওই একক বক্তৃতানুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ার। একাডেমীর সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক গোলাম মুরশিদ, অধ্যাপক জাহেদা আহমদ, কথাশিল্পী মাহবুব তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও গবেষক আমিনুর রহমান সুলতান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.