আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল পরীক্

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় সহপাঠীদের বেধড়ক মারপিট ও ইটের আঘাতে মারাত্মক আহত এসএসসি (কারিগরি) পরীক্ষার্থী আল মুজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টা ৫০ মিনিটে সে মারা যায়।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার ছেংরাখালী গ্রামের পাতর আলী ওরফে ছোট মিয়ার পুত্র মোহনগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আল মুজাহিদ গত দুদিন আগে তার এক সহপাঠী মেয়েকে অন্য সহপাঠীরা ইভ টিজিং করলে এর প্রতিবাদ করে। বৃহস্পতিবার দুপুরে আল মুজাহিদ পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর পূর্ব থেকে ওত পেতে থাকা বখাটেরা তাকে ধাওয়া করে মোহনগঞ্জ রেল স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির সামনে ধরে বেধড়ক মারপিট করে ও মাথায় ইট দিয়ে আঘাত করলে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করার পর আশঙ্কাজনক অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ২ টা ৫০ মিনিটে হাসপাতালের গেটে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমিজুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের পিতা পাতর আলী বাদী হয়ে বিরামপুর এলাকার বখাটে তরিকুল, নোমান, নওহাল এলাকার সোলেমান, তনি ও বরকাশিয়া এলাকার টিটুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.