আমাদের কথা খুঁজে নিন

   

অরক্ষিত বাঞ্ছারামপুর সোনালী ব্যাংক শাখা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোনালী ব্যাংকের শাখাটি অরক্ষিত! মার্কেটের ভাড়া জায়গায় ওই ব্যাংকটির পাশেই থাকে ভাড়াটিয়ারা। তা ছাড়া যখন তখন ক্যাশ কাউন্টারে ঢুকে পড়ে বহিরাগতরা। এ ছাড়া অনেক স্টাফ বাসাভাড়া না করে ব্যাংকের ভেতরেই থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় কিশোরগঞ্জের মতো কোনো দুর্ঘটনা ঘটে কি-না সে আশঙ্কা করছেন গ্রাহকরা। সোনালী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, ব্যাংকটির ভোল্টের মাত্র ৫ ইঞ্চি দূরে আরেকটি মার্কেট এবং কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় ঝুঁকি তো আছেই। তবে এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাড়িভাড়া বাঁচাতে কয়েকজন স্টাফ ব্যাংকটির শাখায় রাত যাপনের বিষয়টি স্বীকার করে ব্যবস্থাপক বলেন, তারা আর থাকবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.