আমাদের কথা খুঁজে নিন

   

নীরার অপেক্ষা



ধৃত কাঠবিড়ালির মত নির্জীব নিশ্চুপ নীরা; ভেজা চুল কখন শুকিয়ে গিয়ে শীতের ঝরা পাতার মত ঘাই খেয়ে পড়ে বহুদূরের চোখে দৃষ্টি রোধ করবার ছলে বলছে যেন‌, ‌‌অপেক্ষা তাঁর কেন করো বল? আসবেনা সে তা তো জানো! ফিরে এসো, ফিরে যাও, বাস্তব রুঢ় সময়বহতায় । তখন তীর বিদ্ধ হরিণির মত সে ছুটে যায় অহতের আর্তচিৎকারে শোনা যায় অভিমানী নীরার হূদয়-ব্যকুলতা অতীত হয়ে কষ্টটুকো থেকে যায় ঝরা রক্তের পালিয়ে যাওয়া পথে আজলা ভরে বিমূর্ত জলে তৃষ্ণা মেটাবার স্বপ্ন শুষ্ক ওষ্ঠো সিক্ত করার বাসনা খুড়িয়ে হাঁটা ভিক্ষুকের মত আরো কিছুদিন বাঁচে শরীরও করে অপেক্ষা, তাঁর আগমনে হয়ত হবে দীপান্বিতা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।