আমাদের কথা খুঁজে নিন

   

নীরার সোমবারের বিকেল



ধুর! আজকাল আর কিছুই ভাল লাগে না। কখনো কি লাগতো? জানি না, এখন আর কোন কিছু মনে থাকে না। সিগারেট ,চা, আড্ডা, বন্ধু, পরিচিত মানুষ, চিরচেনা পরিবেশ-নীল অনেকক্ষণ বসে বসে ভাবল, কোন কিছুর আকর্ষণ বোধ হচ্ছে না, মারা যাবো নাকি? এই প্রশ্ন বার কয়েক উকি দিল মনে। ধুস শালা, ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে জানালা দিয়ে অপলক তাকিয়ে থাকে কিছুক্ষন। সেই আজন্মকালের নোংরা দৃশ্য।

দেখলেই আজকাল ঘা ঘিনঘিন করে। দুপুরের এই খাঁ খাঁ রোদে বৃদ্ধা নারীর হাতের লাঠির মত ফ্যান শুধু শুধু খটখট আওয়াজ করছে। কোন বাতাস গায়ে লাগাতে পারছে না। নীল মনে মনে ভাবল এই দুনিয়ার সবারই জীবন নির্দিষ্ট সময় পর্যন্ত বাধা। কারো চলে যাওয়া কিম্বা একটা টুথব্রাশ সেটা দিয়ে ব্রাশ তো ব্রাশ জুতা কালি না করা পর্যন্ত সেটা তো আর যাতে উঠে না।

তো ফ্যানের কি দোষ??

এইসব হাবিজাবি, আবোল-তাবোল চিন্তা করতে করতে মনে হল গায়ে পানি ঢালা দরকার। আবার বিকেল বেলা নীরার সাথে দেখা করতে হবে। গোসল না করলে নীরার হাতে ঠিক ধরা পরে যাবে । মনে মনে হাসল নীল। প্রত্যেক মেয়ে পুরুষ মানুষ কে বোঝার কিম্বা আয়ত্তে রাখবার কৌশল শিখেই জন্ম নেয়।

তারা হয়ত জানে, হাতে রাখার বা নিজের পছন্দ অনুযায়ী চালিয়ে নেয়ার বিরল গুন টা তাদের জন্মগত। তারা শুধু এটুকু জানে না তারা না থাকলে তাদের সেই মায়া থেকে বের হওয়া যায় না।

পড়ন্ত বিকেলে রাস্তায় বেরিয়ে মনে হয় কি হবে আজ দেখা করে? উদ্দেশ্যহীন কিছুক্ষন এদিক সেদিক বেরিয়ে মনে হল উঠে পড়ি কোন একটা ট্রেনে । কি সুন্দর ছুটে চলে দিগন্তে কাউকে তোয়াক্কা না করে। মাঝে মাঝে মনে হয়ে ট্রেন- ড্রাইভার পেশা টা মন্দ নয়।



একসময় নিজেকে ঠিক আবিস্কার করে সেই জায়গায় যেখানে প্রতিদিন নীরার সাথে দেখা হত। হায় মানুষ !!!!

নীরা তো কোনদিন আসবে না। আসতে পারবে না। নীরাকে সারাজীবন কাছে চেয়েছি বলেই কি হারিয়ে গেল?

'হেলো নীল বলেছেন?'
'বলছি'
'আপনি কোথায়? আমি সার্জেন্ট শিমুল বলছি তাড়াতাড়ি হাসপাতালে আসুন, একটা দুর্ঘটনা ঘটেছে নীরা নামে এক মেয়ে মারাত্মক ভাবে আহত, বাস তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। বিড়বিড় করে আপনার নাম বলছে , তার ভ্যানিটি ব্যাগে আপনার নামে একটা ব্যাক্তিগত চিঠি আর আপনার ফোন নাম্বার লিখা একটা ডায়েরি পেয়েছি।

জলদি আসুন। উনার অবস্থা আশঙ্কাজনক........। '

আর মনে করতে পারে না নীল। সেদিন ছিল সোমবার। মনেই হয় না নীরা নেই।

আর কোনদিন নীরা কে দেখতে পাওয়া যাবে না। বেনি দুলিয়ে হাঁটা অথবা টোল পরা হাসি কিম্বা কপট অভিমান।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।